তারেক রহমানের মুক্তির খবরে বোয়ালমারীতে বিএনপির আনন্দ মিছিল মিষ্টি বিতরণ 

এমএম জামান, বোয়ালমারী(ফরিদপুর) প্রতিনিধি
Dec 1, 2024 - 22:17
Dec 1, 2024 - 22:19
 0  19
তারেক রহমানের মুক্তির খবরে বোয়ালমারীতে বিএনপির আনন্দ মিছিল মিষ্টি বিতরণ 

২১ আগস্ট গ্রেনেড হামলা মামলা থেকে তারেক রহমানসহ বিএনপির অন্যান্য নেতৃবৃন্দ বেকসুর খালাস পাওয়ায় ফরিদপুরের বোয়ালমারীতে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেছে উপজেলা ও পৌর বিএনপিসহ সহযোগী গঠনের নেতাকর্মীরা।

 রবিবার (১ ডিসেম্বর) সন্ধ্যায় বোয়ালমারী ওয়াবদা মোড়স্থ উপজেলা বিএনপি কার্যালয় থেকে ফরিদপুর -১ আসন থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশী, উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও বোয়ালমারী সরকারি কলেজের সাবেক ভিপি শামসুদ্দিন মিয়া ঝুনুর নেতৃত্বে আনন্দ মিছিলটি পৌরসদর বাজার প্রদক্ষিণ করে। এ সময় নেতাকর্মীরা 'তারেক রহমান বীরের বেশে, আসবে ফিরে বাংলাদেশে' শ্লোগানে মুখরিত হয়ে উঠে। মিছিলটি শহর প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ে এক সমবেশে মিলিত হয়।

 এতে বক্তব্য রাখেন ফরিদপুর -১আাসনের বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশী  শামসুদ্দিন মিয়া ঝুনু, 
কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সদস্য মো. আমিনুল ইসলাম, উপজেলা যুবদলের আহ্বায়ক সাবেক কাউন্সিলর মিনাজুর রহমান লিপন, সাবেক কাউন্সিলর মো. ফরিদ আহমেদ, উপজেলা বিএনপির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক ইউপি সদস্য মো. এনায়েত হোসেন, সাবেক কাউন্সিলর শেখ আতিকুল আলী, সাবেক কাউন্সিলর শেখ আজিজুল হক, উপজেলা যুবদলের সাবেক সভাপতি জাহাঙ্গীর আলম কালা মিয়া, নাজিমুদ্দিন মিয়া মিলু, উপজেলা স্বেচ্ছাসেবকদলের সদস্য সচিব মো. জাকির হোসেন চৌধুরী, শ্রমিক দলের সভাপতি মো. কামাল হোসেন, জাসাসের সাবেক সভাপতি শাহিন আনোয়ার, সাবেক সাধারণ সম্পাদক আহমেদ সোহেল মিয়া, যুবদল নেতা দুখু ছাত্র নেতা কামরুজ্জামান হাসান, ছাত্রদলের সাবেক আহবায়ক হোসেন সালেহ রুবেল, পৌর ছাত্রদলের আহবায়ক মাহফুজ মিয়া, ছাত্রদল নেতা জাকারিয়া মোল্যা, আবুল হাসান, সুমন, জুয়েল প্রমুখ। 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow