মুজিবনগর সেচ উন্নয়ন প্রকল্পের স্থানীয় পর্যায়ে কর্মশালা অনুষ্ঠিত

কুষ্টিয়া জেলা প্রতিনিধি
Feb 14, 2024 - 15:18
 0  8
মুজিবনগর সেচ উন্নয়ন প্রকল্পের স্থানীয় পর্যায়ে কর্মশালা অনুষ্ঠিত

"মুজিবনগর সেচ উন্নয়ন প্রকল্প" শীর্ষক চলমান প্রকল্পটির নিবিড় পরিবীক্ষণ সমীক্ষার লক্ষ্যে স্থানীয় পর্যায়ে এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। 

ইন্টারন্যাশনাল ট্রেনিং এন্ড ম্যানেজমেন্ট কনসালটেন্টস (আইটিএমসি) এর আয়োজনে বুধবার দুপুরে কুষ্টিয়ায় প্রকল্প পরিচালকের দপ্তরের কনফারেন্স হল রুমে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।

মুজিবনগর সেচ উন্নয়ন প্রকল্পের প্রকল্প পরিচালক মোঃ মাহাবুব আলমের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালে উপস্থিত ছিলেন পরিকল্পনা মন্ত্রণালয়ের বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের মহাপরিচালক মোঃ সাইফুল ইসলাম।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,পরিকল্পনা মন্ত্রণালয়ের বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের পরিচালক ডঃ খান মোঃ মনিরুজ্জামান,সহকারী পরিচালক মোঃ তৈয়াবুর রহমান। কর্মশালায় মূখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন মুজিবনগর সেচ উন্নয়ন প্রকল্পের টিম লিডার মো: আব্দুল করিম।

এসময় মুজিবনগর সেচ উন্নয়ন প্রকল্পের আওতাধীন কুষ্টিয়া,মেহেরপুর ও চুয়াডাঙ্গা জেলার স্কীম ম্যানেজার,কৃষক ও ঠিকাদারি প্রতিষ্ঠানের স্বত্বাধিকারীরাসহ অনেকেই উপস্থিত ছিলেন।

কর্মশালায় বক্তারা মাঠ পর্যায়ে প্রকল্পের উপকার ভোগীদের কাছ থেকে প্রকল্পের বাস্তবায়িত স্কীমের সুবিধা-অসুবিধা সমূহ শুনে পর্যালোচনা করেন এবং এই প্রকল্পের সঠিক ব্যবহার নিশ্চিত করা প্রসঙ্গে গুরুত্বারোপ করেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow