মুন্সীগঞ্জে ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল

এমএ কাইয়ুম, ভ্রাম্যমান প্রতিনিধি, মুন্সীগঞ্জঃ
Apr 7, 2025 - 15:23
 0  4
মুন্সীগঞ্জে ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল

ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরাইলি বাহিনীর বর্বরোচিত গণহত্যার প্রতিবাদে মুন্সীগঞ্জের সিরাজদিখান, শ্রীনগর ও লৌহজং উপজেলার বিভিন্ন জায়গায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৭ এপ্রিল) দুপুরে ‘সব উপজেলার ছাত্র জনতা’ ব্যানারে এ বিক্ষোভ আয়োজন করা হয়।

মিছিলটি উপজেলা মোড় বাস স্ট্যান্ড থেকে শুরু হয়ে বাজার, থানার মোড়সহ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে থানা গেইট সংলগ্ন সমাবেশে গিয়ে শেষ হয়। সমাবেশে বক্তৃতা করেন হাফেজ মহিউদ্দিন আহমেদ, মোঃ রাতুল হাসান শান্ত, জুয়েল শেখ, মোঃ বাবুল হোসেন, মোঃ রিয়াজ মাহমুদ, তাইয়েব শেখ, বীর শামীম, মোঃ নাজমুল হাসা, মাওলানা মিজানুর রহমান রেজাউল করিম, আজহার ইসলাম, হাফেজ শহিদুল ইসলাম।

বক্তারা বলেন, গাজা গণহত্যা চলমান থাকলেও বিশ্ব বিবেক আজ নিশ্চুপ। তারা প্রশ্ন তোলেন, ‘‘কোথায় মানবাধিকার? আমাদের শক্তি সঞ্চয় করে প্রতিরোধ গড়ে তুলতে হবে।’’ তারা আরও বলেন, ‘‘সমস্ত মুসলমান ভাই ভাই এবং একটি দেহের মতো। দেহের একটি অঙ্গ যদি ঠিকমতো কাজ না করে, তাহলে শারীরিক ক্রিয়া যেমন ব্যাহত হয়, তেমনি একজন মুসলিম ভালো না থাকলে অন্যরাও ভালো থাকতে পারে না।’’ বক্তারা বলেন, ‘‘মুসলিম হিসেবে আমাদের লজ্জা অনুভব হয় যে, আমরা এখনও এই অসহ্য অন্যায়ের বিরুদ্ধে লড়াইয়ে নামতে পারছি না। মুসলমানদের পুরনো ঐতিহ্য আমরা ভুলে যেতে বসেছি।’’

শিক্ষার্থীরা জানান, ‘‘ইসরায়েলি দখলদার বাহিনী গাজায় নির্মমভাবে মানুষকে হত্যা করছে। তাদের এই হত্যাযজ্ঞ দেখে বাংলাদেশের প্রতিটি শিক্ষার্থী ক্ষুব্ধ এবং ব্যথিত।’’ তারা বলেন, ‘‘বিশ্ববাসী দ্রুত এ গণহত্যা বন্ধ করে।’’

উল্লেখ্য, ‘দ্য ওয়ার্ল্ড স্টপস ফর গাজা’ কর্মসূচির মাধ্যমে বিশ্বের বিভিন্ন প্রান্তে বসবাসকারী মানুষ ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow