মুন্সীগঞ্জে শীঘ্রই মেডিকেল কলেজ স্থাপন করা হবে - স্বরাষ্ট্র উপদেষ্টা

স্বরাষ্ট উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো: জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন, অতি শীঘ্রই মুন্সীগঞ্জে একটি সরকারী মেডিক্যাল কলেজ নির্মাণের কাজ শুরু হবে। এছাড়াও, সদরের মুক্তারপুর থেকে শ্রীনগরের ছনবাড়ী পর্যন্ত ফোর লেন সড়ক নির্মাণের প্রকল্পের কাজও শিগগিরই হাতে নেওয়া হবে।
সোমবার (৭ এপ্রিল) দুপুরে জেলা প্রশাসকের সভাকক্ষে জেলা প্রশাসক ফাতেমা তুল জান্নাতের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এসব তথ্য জানান স্বরাষ্ট উপদেষ্টা। সভায় জেলার চলমান এবং পরিকল্পিত অবকাঠামোগত উন্নয়ন নিয়ে আলোচনা করা হয়। এতে অংশ নেন তিনজন উপদেষ্টা ও ছয়জন সচিব, যারা দুই ঘন্টার মিটিং শেষে সাংবাদিকদের সাথে এসব পরিকল্পনা শেয়ার করেন।
সভার আলোচনায় মুন্সীগঞ্জ জেলায় সরকারী মেডিক্যাল কলেজ স্থাপন, সড়ক ও জনপদ বিভাগের রাস্তা উন্নয়ন, মুন্সীগঞ্জের বিভিন্ন রাস্তা সংক্রান্ত প্রকল্প, এবং কাটাখালি খাল উন্নয়ন প্রকল্পসহ অন্যান্য উন্নয়ন পরিকল্পনার কথা উঠে আসে।
এসময় শিল্প, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রনালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খাঁন, সংস্কৃতি বিষয়ক মন্ত্রনালয়ের উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী, অর্থ মন্ত্রনালয়ের সচিব শাহরিয়ার কাদের সিদ্দিকী, স্থানীয় সরকার বিভাগের সচিব মো: নিজাম উদ্দিনসহ ছয়টি মন্ত্রনালয়ের সচিবরা উপস্থিত ছিলেন।
এছাড়া, সভায় নৌ বাহিনীর প্রধান এডমিরাল মো: নাজমুল হাসানও উপস্থিত ছিলেন। সভার বিশেষ অংশ হিসেবে মুন্সীগঞ্জ জেলার প্রত্মতাত্ত্বিক এবং দর্শনীয় স্থানগুলো নিয়ে একটি ভ্রমণ বই 'প্রনীত প্রত্মকথা'র মোড়ক উন্মোচন করা হয়।
What's Your Reaction?






