মুন্সীগঞ্জে সাংবাদিকদের ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভা

এমএ কাইয়ুম, ভ্রাম্যমাণ প্রতিনিধি, মুন্সীগঞ্জঃ
Apr 5, 2025 - 19:57
 0  7
মুন্সীগঞ্জে সাংবাদিকদের ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভা

পবিত্র ঈদুল ফিতরের ছুটির শেষ কর্মদিবসে মুন্সীগঞ্জ জেলায় কর্মরত গণমাধ্যমকর্মীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হলো ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভা।

শনিবার (৫ এপ্রিল) দুপুরে মুন্সীগঞ্জের মাওয়া শিমুলিয়া ঘাটে ‘শখের হাঁড়ি’ রেস্তোরাঁয় মুন্সীগঞ্জ জেলা সাংবাদিক কল্যাণ সমিতির আয়োজনে এ মিলনমেলা অনুষ্ঠিত হয়। আলোচনা সভা শেষে অংশগ্রহণকারীদের জন্য ছিল মধ্যাহ্নভোজের বিশেষ আয়োজন—ইলিশ ভোজ।

আলোচনা সভায় বক্তারা মুন্সীগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে কর্মরত সাংবাদিকদের অধিকার ও নিরাপত্তা নিয়ে আলোচনা করেন এবং পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে কেউ নির্যাতনের শিকার হলে তার পাশে থাকার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুন্সীগঞ্জ জেলা সাংবাদিক কল্যাণ সমিতির সভাপতি মো. নজরুল ইসলাম এবং সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক এমএ কাইয়ুম মাইজভাণ্ডারী। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সহ-সভাপতি আবু নাসের লিমন ও সাংগঠনিক সম্পাদক সুমন আহাম্মেদ।

অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন করতে সহযোগিতা করেন কোষাধ্যক্ষ মো. মিঠু তালুকদার, সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক তাইজুল ইসলাম বিদ্যুৎ, সহ-কোষাধ্যক্ষ মো. জাহিদ হোসেন এবং কার্যকরী সদস্য মো. ফিরোজ আলম বিপ্লব।

এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা থেকে আগত সাংবাদিক সগীর আহাম্মেদ মাসুম, ইন্দ্রজিৎ চন্দ্র ঘোষ, আক্তার হোসেন, আনিসুর রহমান নিলয়, হারুন অর রশিদ, নাজমুল ইসলাম, রেহমান আসাদ, গোপাল দাস হৃদয়, দীপু মালাকার ও মো. সৌরভ।

মুন্সীগঞ্জ জেলার সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন মো. মাহবুবুর রহমান, মো. মঞ্জুর মোর্শেদ, রাসেল মাহমুদ, শহীদ ই হাসান তুহিন, জসিম উদ্দিন দেওয়ান, আব্দুল্লাহ নূর তুষার, সুমিত সরকার সুমন ও বিক্রমপুর প্রেসক্লাবের সভাপতি মো. মাসুদ খান।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমিতির সহ-সভাপতি মিজানুর রহমান ঝিলু, মো. শওকত হোসেন, যুগ্ম-সাধারণ সম্পাদক আরিফ হোসেন হারিছ, প্রচার ও প্রকাশনা সম্পাদক হামিদুল ইসলাম স্বপন এবং সহ-সাংগঠনিক সম্পাদক শহিদুল সালমান রূপক প্রমুখ।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow