মুসলিম ধর্মালম্বীদের ঈদের শুভেচ্ছা মিঠুন ভট্রের
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে নোয়াখালী জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে দেশবাসী তথা মুসলিম ধর্মালম্বীদের ঈদের শুভেচ্ছা ‘ঈদ মোবারক’ জানিয়েছেন নোয়াখালী পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিঠুন ভট্ট।
তিনি বলেন, ‘মাসব্যাপী সিয়াম সাধনার পর খুশি আর আনন্দের বার্তা নিয়ে এসেছে পবিত্র ঈদ-উল-ফিতর। এটি মুসলিম জাহানের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব। আমি এ পবিত্র ঈদে প্রিয় দেশবাসী তথা মুসলিম জনগণের প্রতি সনাতন ধর্মাবলম্বী পক্ষ থেকে জানাচ্ছি পবিত্র ঈদের সালাম শুভেচ্ছা, ঈদ মোবারক।’
নোয়াখালী পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিঠুন ভট্ট বলেন,
পবিত্র ঈদুল ফিতরের মহিমান্বিত আহবানে শান্তি-সুধায় ভরে উঠুক আমাদের এ জন্মভূমি এমন প্রত্যাশা করে পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, দেশপ্রেম আর মানবতাবোধের বহ্নিশিখায় জেগে উঠুক প্রতিটি মানবহৃদয়। তিনি সমাজের ধনী-গরিব ধর্ম-বর্ণ-গোত্র জাতি-গোষ্ঠী সম্প্রদায় নির্বিশেষে সবাই পারস্পরিক সহযোগিতা ও সহমর্মিতার মধ্য দিয়ে পবিত্র ঈদুল ফিতরের খুশি ভাগাভাগি করে নেয়ার আবহ্বান জানান।
তিনি বলেন, পরম করুনাময় মহান সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করি- মানুষের জীবন থেকে দূরীভূত হোক সব মহামারী, দুঃখ-জ্বরা। আর সুখ শান্তি ও সমৃদ্ধির ধারায় প্রবাহিত হোক বিশ্বলোকের ঈদ মোবারক।
What's Your Reaction?