মে দিবসে ছুটি নেই চট্টগ্রামের অধিকাংশ কমিউনিটি সেন্টারের শ্রমিকদের

মো: সিরাজুল মনির,চট্রগ্রাম ব্যুরো
Apr 28, 2024 - 16:13
 0  6
মে দিবসে ছুটি নেই চট্টগ্রামের অধিকাংশ কমিউনিটি সেন্টারের শ্রমিকদের

১ লা মে শ্রমিকরা তাদের নির্ধারিত ছুটি হিসেবে ধরে রাখে। নাসির উদ্দিন নামের এক জাহাজ ভাঙ্গা শ্রমিক খুব হতাশা নিয়ে বলেন সারাবছর আমরা এই কঠিন কাজের সাথে জড়িত থাকে রাত দিন এক করে কাজ করেও মালিক পক্ষের সন্তুষ্টি অর্জন করতে পারিনা। মে দিবসের একদিন ছুটি এটা আমাদের অধিকার শ্রমিকদের অধিকার রক্ষায় ঐদিন আমরা শ্রমিক সংগঠনের প্রোগ্রামে থাকি কিন্তু কৌশলে বিভিন্ন সেক্টর এর মালিকরা ঐদিন সাধারণ ছুটি না দিয়ে শ্রমিকদের কাজের মাধ্যমে আটকে রাখে।

আন্তর্জাতিকভাবে স্বীকৃতিপ্রাপ্ত মে দিবসে সকল হোটেল রেস্তোরাঁ শিল্প কারখানা সহ সকল প্রতিষ্ঠান বন্ধ থাকার কথা ঐদিন সরকারি ছুটিও রয়েছে। ঐদিন শ্রমিক সংগঠনগুলো বিভিন্ন দাবি রাজপথে জনসভা ও মিছিলের আয়োজন করে থাকে।

জানা যায় আগামী মে দিবসে চট্টগ্রামের অধিকাংশ কমিউনিটি সেন্টার খোলা রেখে বিভিন্ন অনুষ্ঠানের জন্য বুকিং রাখা হয়েছে। যার সাথে সংশ্লিষ্ট ডেকোরেটাস সহ অন্যান্য প্রতিষ্ঠান ও খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে মালিকপক্ষ। এতে অসন্তোস প্রকাশ করেছে শ্রমিকরা। নগরীর আগ্রাবাদ একটি রেস্টুরেন্টে কাজ করা শ্রম সাইফুল বলেন মে দিবসে বিভিন্ন প্রতিষ্ঠানের শ্রমিকরা ছুটি কাটানো বাধ্যতামূলক করা উচিত । আমরা সারা বছর প্রতিষ্ঠানে শ্রম দিয়ে মে দিবসে আমাদের শ্রমিক সংগঠনের প্রোগ্রামগুলোতে অংশগ্রহণের জন্য অপেক্ষা করি কিন্তু মালিকপক্ষ মে দিবসে প্রতিষ্ঠান খোলা রেখে শ্রমিকদের অধিকার হরণ করছে বলে তিনি বলেন । মালিকরা যাতে ঐদিন প্রতিষ্ঠান খোলা রাখতে না পারে সে বিষয়ে সরকারকে পদক্ষেপ নিতে হবে বলেও তিনি দাবি করেন ।

এ বিষয়ে চট্টগ্রাম জেলা ও মহানগর ডেকোরেটার্স এবং চট্টগ্রাম কমিউনিটি সেন্টার শ্রমিক ইউনিয়ন এর যুগ্ন সম্পাদক মোঃ পারভেজ বলেন শ্রমিক সংগঠন গুলো সমন্বয়ের
 অভাবে মালিকপক্ষ  মে দিবসের ঐদিন প্রতিষ্ঠানগুলো খোলা রাখার সুযোগ পাই। তিনি বলেন আমরা সব সময় দাবি করে আসছি মে দিবসের শ্রমিকরা কাজে যোগ দিবে না কিন্তু কিছু কিছু মালিক জোর করে শ্রমিকদের কাজে যোগদানে বাধ্য করে এতে চাকরি হারানোর ভয়ে অনেক শ্রমিক কাজে যোগদানে বাধ্য হয় । তিনি আরো বলেন আগামীতে যাতে অন্তত মে দিবসে শ্রমিকরা ছুটি কাটাতে পারে তার জন্য আমরা সংগঠনগুলো সমন্বয় করার চেষ্টায় আছি।

এ বিষয়ে জানতে চট্টগ্রাম জেলা কমিউনিটি সেন্টার মালিক সমিতির সভাপতি মোঃ শাহাবুদ্দিন কে ফোন করা হলে তিনি ফোন রিসিভ করেনি।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow