মেয়েকে রক্ষা করতে গিয়ে প্রাণ গেল বাবার

রাজশাহী নগরীতে মেয়েকে উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় বাবাকে হত্যা করেছে বখাটেরা। বুধবার (১৬ এপ্রিল) রাত সাড়ে ১০টার দিকে নগরীর তালাইমারি শহিদ মিনার এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত আকরাম হোসেন (৪৫) পেশায় বাসচালক। তিনি রাজশাহী জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সদস্য এবং তালাইমারি এলাকার বাসিন্দা আজাদ হোসেনের ছেলে।
পরিবারের সদস্যদের অভিযোগ, আকরাম হোসেনের মেয়েকে দীর্ঘদিন ধরে উত্ত্যক্ত করছিল এলাকার কয়েকজন বখাটে যুবক। বিষয়টি জানতে পেরে আকরাম প্রতিবাদ করেন। এতে ক্ষিপ্ত হয়ে ওই যুবকরা প্রথমে তাকে হুমকি দেয়। পরে বুধবার রাতে তালাইমারিতে আকরাম হোসেনের ওপর হামলা চালায় তারা। ইট দিয়ে আঘাত করে গুরুতর আহত করে পালিয়ে যায়।
স্থানীয় লোকজন ও পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে তার মৃত্যু হয়।
নিহতের পরিবারের দাবি, ঘটনার সঙ্গে এলাকার নান্টু, বিশাল ও রতন নামের কয়েকজন যুবক জড়িত।
বোয়ালিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাক হাসান বলেন, “তালাইমারিতে বখাটেদের হামলায় আকরাম হোসেন আহত হন। পরে রামেকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তার মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত চলছে। অভিযুক্তদের গ্রেফতারে অভিযান চলছে।”
এদিকে এ হত্যাকাণ্ডে তালাইমারি এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা দ্রুত দোষীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
What's Your Reaction?






