মোহনপুর উপজেলা নির্বাচন অফিসের মানববন্ধন ও অবস্থান কর্মসূচি

মো: গোলাম কিবরিয়া , জেলা প্রতিনিধি, রাজশাহী
Mar 15, 2025 - 01:05
 0  2
মোহনপুর উপজেলা নির্বাচন অফিসের মানববন্ধন ও অবস্থান কর্মসূচি

জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সেবা নির্বাচন কমিশনের অধীনে রাখার দাবিতে রাজশাহীর মোহনপুর উপজেলা নির্বাচন অফিসের কর্মকর্তারা মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করেছেন। স্বাধীন নির্বাচন কমিশন থেকে এনআইডি পরিষেবা অন্য কোনো প্রতিষ্ঠানের অধীনে নেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ নির্বাচন কমিশন অফিসার্স অ্যাসোসিয়েশনের আহ্বানে মোহনপুর উপজেলা নির্বাচন অফিস চত্বরে এ কর্মসূচি পালিত হয়। এতে অংশ নেন মোহনপুর উপজেলা নির্বাচন অফিসার হাইউল ইসলাম, অফিস সহকারী রায়হান আলী, ডাটা এন্ট্রি অপারেটর সজিব হোসেন ও বিশ্বজিৎ, স্ক্যানিং অপারেটর শাহানাজ পারভিন এবং অফিস সহায়ক আব্দুল সামাদ। এছাড়া ভোটার তালিকা হালনাগাদ সুপারভাইজার কামরুজ্জামান, প্রভাষক আব্দুল মমিন, এনামুল করিম, মুঞ্জুর রহমান, আবুল কালাম আজাদ ও আজিমুদ্দিনসহ স্থানীয় কর্মচারী এবং বিভিন্ন স্তরের নাগরিকরাও কর্মসূচিতে অংশগ্রহণ করেন।

উপজেলা নির্বাচন অফিসার হাইউল ইসলাম বলেন, "দুইটি অফিসে এনআইডি সেবা কার্যক্রম পরিচালিত হলে জনগণের ভোগান্তি বাড়বে। এতে সেবা পেতে জটিলতা সৃষ্টি হবে। আমরা চাই, অন্তর্বর্তীকালীন সরকারের এই সিদ্ধান্ত বাতিল করে পূর্বের নিয়মে এনআইডি সেবা অব্যাহত রাখা হোক।"

উল্লেখ্য, সংশ্লিষ্ট কর্মকর্তাদের দাবি, জাতীয় পরিচয়পত্র পরিষেবা নির্বাচন কমিশনের অধীনে না থাকলে স্থানীয় পর্যায়ে সেবার মান কমে যেতে পারে। এতে নির্বাচন কমিশনের স্বায়ত্তশাসন ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি সাধারণ মানুষের হয়রানির আশঙ্কাও রয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow