যত দ্রুত সম্ভব একটি নির্বাচনের ব্যবস্থা করতে হবে: শামা ওবায়েদ

জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিংকু বলেছেন, দেশের বর্তমান রাজনৈতিক ও অর্থনৈতিক পরিস্থিতি অবনতির দিকে যাচ্ছে। তাই যত দ্রুত সম্ভব একটি গ্রহণযোগ্য নির্বাচনের ব্যবস্থা করা প্রয়োজন।
তিনি বলেন, "শহীদ জিয়া ১৯ দফা দিয়ে নতুন বাংলাদেশ গড়ার পরিকল্পনা করেছিলেন। আজ তারেক রহমান নতুন বাংলাদেশ গড়ার রূপকার হিসেবে আবির্ভূত হয়েছেন। দেশে এখনো আইনের শাসন প্রতিষ্ঠিত হয়নি, নারীরা নিরাপদ নয়, চুরি-ডাকাতি অব্যাহত আছে, অর্থনীতির অবস্থাও নাজুক। সিন্ডিকেটের কারণে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম কমছে না। তাই দেশের স্বার্থে দ্রুত একটি নিরপেক্ষ নির্বাচনের আয়োজন করা জরুরি।"
শামা ওবায়েদ আরও বলেন, "একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের স্বার্থে কাজ করা একটি স্বচ্ছ ও দুর্নীতিমুক্ত সংসদ গঠন করা সম্ভব। যেখানে প্রতিনিধিরা দেশের জনগণের সমস্যার সমাধানে কাজ করবেন।"
নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, "দেশি-বিদেশি ষড়যন্ত্র চলছে। আমাদের মাঝে বিভেদ সৃষ্টি করার চক্রান্ত চলছে। এজন্য আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।"
দলকে আরও সংগঠিত করার প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে তিনি বলেন, "দুঃসময়ে যারা দলের জন্য কাজ করেছে, তাদের যথাযথ মর্যাদা দিতে হবে। প্রত্যেক ইউনিয়ন, ওয়ার্ড ও গ্রামকে ধানের শীষের দুর্গে পরিণত করতে হবে।"
বুধবার (১৯ মার্চ) সন্ধ্যায় ফরিদপুরের সালথা উপজেলার গট্টি ইউনিয়নের সাবেক ২ নম্বর ইউনিট বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে আয়োজিত এক ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ঠেনঠেনিয়া ফাজিল মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদ্রাসার সভাপতি ও বিএনপি নেতা মো. সোবহান হাজী। এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সালথা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মো. আসাদ মাতুব্বর, বিএনপির সালথা শাখার সভাপতি সিদ্দিকুর রহমান তালুকদার, সহ-সভাপতি শাহিন মাতুব্বর, বিএনপি নেতা জাহিদ মাস্টারসহ অন্যান্য নেতৃবৃন্দ।
What's Your Reaction?






