“যা ভুলে যাওয়া গীতি”—ফরিদপুরে নতুন বছরকে স্বাগত, পুরাতনকে বিদায়

“যাক পুরাতন স্মৃতি, যা ভুলে যাওয়া গীতি”—এই শ্লোগানে বাংলা ১৪৩১ সালকে বিদায় জানাল ফরিদপুর সাহিত্য ও সংস্কৃতি উন্নয়ন সংস্থা। রবিবার (১৩ এপ্রিল) বিকেলে ফরিদপুর শহরের স্বাধীনতা মঞ্চ কোর্ট চত্বরে এ উপলক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
সংস্থার সভাপতি তৌহিদুল ইসলাম স্ট্যালিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন সদস্য সচিব মোঃ হাসানুজ্জামান। অনুষ্ঠান পরিচালনা করেন আহ্বায়ক কমিটির সদস্য শাহনাজ জলি।
অনুষ্ঠানের শুরুতে ফিলিস্তিনের নিরীহ জনগণের ওপর ইসরায়েলি বাহিনীর চলমান হামলার তীব্র নিন্দা জানানো হয়। বক্তারা বলেন, দিনের পর দিন সেখানে গণহত্যা চালানো হচ্ছে। তারা অবিলম্বে এ বর্বরতা বন্ধের দাবি জানান।
আলোচনা পর্ব শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। এতে রবীন্দ্রসংগীত, নজরুলগীতি, দেশাত্মবোধক গান, কবিতা আবৃত্তি ও নৃত্য পরিবেশনা দর্শকদের মুগ্ধ করে। উল্লেখযোগ্য সংখ্যক দর্শক এই আয়োজনে অংশগ্রহণ করেন এবং অনুষ্ঠানটি উপভোগ করেন।
What's Your Reaction?






