যুব রেড ক্রিসেন্টের উদ্যোগে পথচারীদের মাঝে ইফতার বিতরণ

কবির হোসেন, আলফাডাঙ্গা (ফরিদপুর ) প্রতিনিধিঃ
Mar 9, 2025 - 13:35
 0  37
যুব রেড ক্রিসেন্টের উদ্যোগে পথচারীদের মাঝে ইফতার বিতরণ

পবিত্র মাহে রমজান উপলক্ষে ফরিদপুরের আলফাডাঙ্গায় অসহায় ও পথচারীদের মাঝে ইফতার বিতরণ করেছে যুব রেড ক্রিসেন্ট উপজেলা ইউনিট। শনিবার (৮ মার্চ) বিকেলে আলফাডাঙ্গা পৌর এলাকার হাসপাতাল রোডে এই কার্যক্রম পরিচালিত হয়।

ইফতারের সময় ঘনিয়ে এলে ইজিবাইক ও ভ্যানচালক, শ্রমজীবী, দুস্থ ও পথচারীদের মাঝে ইফতার বিতরণ করা হয়। পাশাপাশি সংগঠনের সদস্যরা প্যাকেট হাতে নিয়ে অসহায় ও শ্রমজীবীদের কাছে ইফতার পৌঁছে দেন।

এ মহতী উদ্যোগে উপস্থিত ছিলেন আলফাডাঙ্গা উপজেলা প্রেসক্লাবের সভাপতি আলমগীর কবির, উপজেলা ক্যাবের সভাপতি কবির হোসেন, যুব রেড ক্রিসেন্ট ইউনিটের সহশিক্ষা ও প্রশিক্ষণ বিভাগের প্রধান মো. শহিদুল ইসলাম, স্বাস্থ্যসেবা বিভাগের প্রধান মনিরুল ইসলাম, উপজেলা টিমের আর.সি. জাহিদুল ইসলাম, জিহাদ, ফেরদৌস, শিশির আহমেদ জয়, রাহুল বেগ, নয়ন, ওবাইদুর রহমান, জোবাইদা, জেরিন, সুমাইয়া ইসলামসহ সংগঠনের অন্যান্য সদস্য ও সুধীজন।

ইফতার পেয়ে খুশি পথচারীরা। রুহুল শেখ নামে এক পথচারী বলেন, "রোজার সময় দিনের বেলা খাবারের দোকান বন্ধ থাকে। সন্ধ্যার আগে বাড়ি পৌঁছানো কঠিন। এ সময় ইফতার পাওয়া আমাদের জন্য আশীর্বাদস্বরূপ।"

ভ্যানচালক সুজন শেখ বলেন, "পবিত্র রমজানে এই ইফতার পেয়ে আমার অন্তত ৬০-৭০ টাকা সাশ্রয় হলো। তাছাড়া এত উন্নতমানের ইফতার বিগত রোজাগুলিতে খেতে পারিনি। এজন্য যুব রেড ক্রিসেন্ট উপজেলা ইউনিটকে ধন্যবাদ জানাই।"

এই মহতী উদ্যোগের জন্য সংশ্লিষ্টদের ধন্যবাদ জানিয়ে সুধীজনেরা বলেন, রমজান মাসে এ ধরনের কার্যক্রম সমাজে ইতিবাচক পরিবর্তন আনে এবং মানবতার সেবায় উৎসাহ যোগায়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow