যেকোন মূল্যে আওয়ামী লীগ ফ্যাসিস্ট স্বৈরাচারী শেখ হাসিনার দোসরদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে

থানচি(বান্দরবান)প্রতিনিধি
Dec 14, 2024 - 22:25
Dec 14, 2024 - 22:26
 0  56
যেকোন মূল্যে আওয়ামী লীগ ফ্যাসিস্ট স্বৈরাচারী শেখ হাসিনার দোসরদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে

বান্দরবানের থানচিবাসী গত তিনটি নির্বাচনে ভোট দিতে পারেনি। স্বৈরাচারী শেখ হাসিনা দেশের বাকস্বাধীনতা কেড়ে নিয়ে বাকশাল কায়েম করে একনায়কতন্ত্র প্রতিষ্ঠার করেছিলেন। দেশের সম্পদ লুটপাট করে অর্থনৈতিক ধ্বংস করে দিচ্ছে আওয়ামী লীগ সরকার। দেশের মানুষ ও ছাত্র সমাজ অতিষ্ঠ হয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখে ৫ আগস্ট দেশ ছেড়ে পালিয়ে যায় স্বৈরাচারী শেখ হাসিনা। দেশের বাইরে থেকে এখনো বিভিন্নভাবে দেশে ষড়যন্ত্রের পাঁয়তারা চালিয়ে যাচ্ছে স্বৈরাচারী শেখ হাসিনা। নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে বিএনপিকে জনবান্ধব হতে হবে। জনগণের আস্থাভাজন অর্জন করতে হবে। যেকোন মূল্যে আওয়ামী লীগ ফ্যাসিস্ট স্বৈরাচারী শেখ হাসিনা দোসরদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে বলে নেতা কর্মীদের সজাগ থাকতে হবে বলে বিএনপি নেতারা আহবান জানান। 

বান্দরবানের থানচি উপজেলা জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপস্থাপিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে ১৬ ডিসেম্বর থানচি উপজেলা বিএনপির জনসমাবেশ সফল করার দুর্গম তিন্দু ইউনিয়ন বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার ১৪ ডিসেম্বর দুপুরে তিন্দু বাজার প্রাঙ্গণে তিন্দু ইউনিয়ন বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বান্দরবান জেলা পরিষদের মৎস্য ও পর্যটন ব্যবস্থাপনা বিষয়ক সদস্য, সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সভাপতি খামলাই ম্রো। প্রস্তুতি সভায় সভাপতিত্ব করেন, তিন্দু ইউনিয়নের বিএনপি সভাপতি শৈবাথোয়াই মারমা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সহ-সভাপতি ও সাবেক বলিপাড়া ইউনিয়নের চেয়ারম্যান ক্যসাউ মারমা, থানচি বাজার পরিচালনা কমিটি সভাপতি ও থানচি সদর ইউনিয়ন বিএনপি সভাপতি জসিম উদ্দিন, বিএনপি নেতা অংশৈথুই মারমা, উচমং মারমা প্রমুখ। 
বক্তব্য রাখেন  উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি হাকুরাম ত্রিপুরা, তিন্দু ইউনিয়ন যুবদলের সভাপতি লেংপা খুমি, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক শিমন ত্রিপুরা, তিন্দু ইউনিয়ন বিএনপির ১নং ওয়ার্ড সভাপতি অংক্যথোয়াই মারমা ও উপজেলা বিএনপির নেতাকর্মী, তিন্দু ইউনিয়নের বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের  ৫ শতাধিক নেতা কর্মী অংশ গ্রহণ করেন।

 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow