যৌথ বাহিনীর অভিযানে কেএনএফ সদস্য নিহত, আটক ১ 

বান্দরবান প্রতিনিধি
May 23, 2024 - 19:12
 0  2
যৌথ বাহিনীর অভিযানে কেএনএফ সদস্য নিহত, আটক ১ 

বান্দরবানের সন্ত্রাস বিরোধী যৌথ বাহিনীর অভিযানে কেএনএফ’র এক সদস্য নিহত হয়েছে। 
আটক করা হয়েছে অস্ত্র সহ অপর এক সদস্যকে। তবে নিহত ও আটককৃত কেএনএফ সদস্যের পরিচয় এখনো পাওয়া যায়নি।

বান্দরবানের সদর উপজেলা সুয়ালক ইউনিয়নের ৬নং ওয়ার্ডের শ্যারনপাড়া এলাকায় এই অভিযানটি পরিচালনা করে যৌথ বাহিনী।

স্থানীয়রা জানিয়েছে, বৃহস্পতিবার সকালে সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ বাহিনীর সদস্যরা কেএনএফের অবস্থানের কথা জানতে পেরে সদর উপজেলা সুয়ালক ইউনিয়নের ৬নং ওয়ার্ডের শ্যারনপাড়া এলাকায় অভিযান চালানো হয়। এসময় যৌথবাহিনী আক্রমণে কেএনএফের এক সদস্য নিহত হয়। সেখান থেকে একজনকে আটক ও একটি একনলা বন্দুক উদ্ধার করা হয়।

অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রায়হান কাজেমী সত্যতা স্বীকার করে বলেন, একজন কেএনএফের নিহতের খবর পেয়েছি। ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হবে।

উল্লেখ্য যে, গত দুই ও তিন এপ্রিল বান্দরবানের রুমা ও থানচি উপজেলায় সোনালী ও কৃষি ব্যাংকের তিনটি শাখায় কেএনএফ সদস্যরা হামলা চালিয়ে অস্ত্র গুলি ও টাকা লুট করে নিয়ে যায়। এ ঘটনার পর সেনাবাহিনীর নেতৃত্বে যৌথবাহিনী অভিযান পরিচালনা করছে। অভিযানে এ পর্যন্ত ৮ কেএনএফ সদস্য নিহত ও ৮৪ জনকে আটক করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow