রংপুরে আবু সাঈদের বাড়িতে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস

আশিকুর রহমান, মিঠাপুকুর (রংপুর) প্রতিনিধি
Aug 10, 2024 - 13:46
Aug 10, 2024 - 13:47
 0  18
রংপুরে আবু সাঈদের বাড়িতে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস

কোটা সংস্কার আন্দোলনে নিহত রংপুরে আবু সাঈদের কবর জেয়ারত করলেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সংঘাতে পুলিশের গুলিতে নিহত আবু সাঈদের স্বজনদের সঙ্গে দেখা করতে রংপুরে পৌঁছেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান ড. মুহাম্মদ ইউনূস।

শনিবার (১০ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে পৌঁছান তিনি। রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন আবু সাঈদ।

জানা যায়, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা নোবেল জয়ী ড. মুহাম্মদ ইউনূস আজ সকালে একটি হেলিকপ্টারযোগে রংপুরের পীরগঞ্জ পৌঁছান।"সাথে ছিলেন অন্তবর্তীকালীন সরকারের উপদেষ্ঠা আসিফ মাহমুদ ও নাহিদ ইসলাম। 

পরে তিনি আবু সাঈদের কবর জিয়ারত করেন এবং তার পরিবারের সঙ্গে কথা বলেন।"তিনি বলেন আবু সাইদ এখন বাংলার প্রতিটি ঘরে ঘরে।

উল্লেখ্য, রংপুরের পীরগঞ্জ উপজেলার বাবনপুর গ্রামের মকবুল হোসেনের ছেলে নিহত আবু সাঈদ । তিনি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি ১২ ব্যাচের শিক্ষার্থী ও কোটা সংস্কার আন্দোলনের অন্যতম সমন্বয়ক ছিলেন। গত ১৬ জুলাই বিশ্ববিদ্যালয় সংলগ্ন পার্ক মোড়ে পুলিশ, ছাত্রলীগ ও যুবলীগের সঙ্গে নিরস্ত্র শিক্ষার্থীদের সংঘর্ষ হয়। একপর্যায়ে পুলিশের গুলিতে নিহত হন আবু সাঈদ।

পরদিন ১৭ জুলাই তাকে পীরগঞ্জ উপজেলার মদনখালী ইউনিয়নের বাবনপুর গ্রামের বাড়িতে পারিবারিক কবর স্থানে  দাফন করা হয়।"

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow