রংপুরে প্রেমের সম্পর্কের জেরে এসিড নিক্ষেপে হত্যা, অভিযুক্ত খালু র‍্যাবের হাতে আটক

রংপুর অফিস
Jun 25, 2024 - 14:02
 0  18
রংপুরে প্রেমের সম্পর্কের জেরে এসিড নিক্ষেপে হত্যা, অভিযুক্ত খালু র‍্যাবের হাতে আটক

রংপুরে মরিচক্ষেত থেকে মুখপোড়ানো যুবকের লাশ উদ্ধার ও ক্লুলেস হত্যার ঘটনায় ২৪ ঘন্টার মধ্যে রহস্য উদঘাটন ও ঘটনার মূলপরিকল্পনাকারী খালু সহ জড়িত ০৩ জনকে গ্রেফতার ও হত্যায় ব্যবহৃত আলামত উদ্ধার করেছে রংপুর র‌্যাব-১৩।

র‍্যাবেরআসিনিঃ সহকারী পরিচালকের (মিডিয়া) পক্ষে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, সোমবার (২৩ জুন) রংপুর জেলার কোতয়ালী থানাধীন ৪নং সদ্যপুষ্কুরনী ইউনিয়নের অন্তর্গত কাটাবাড়ি জমিদারপাড়া বিলের মধ্যে জনৈক আকমল হোসেনের মরিচ খেতে ইজিবাইক চালক মোঃ আলী (১৭) নামে একজনের মরদেহ পাওয়া যায়। মরদেহ পাওয়ার পর নানী মঞ্জিলা বেগম (৬০) মৃতদেহ দেখে লাশ সনাক্ত করেন। এসময় ভিকটিমের খালু মোঃ মোক্তার হোসেন (৩৯) জানায় ভাগিনা ভিকটিম মোঃ আলী তার ইজি বাইক ভাড়ায় চালাইতো। গত (২১-জুন) অনুমান বিকাল ০৪.০০ ঘটিকার সময় মোঃ মোক্তার হোসেনের ইজিবাইক নিয়ে রিজার্ভ ভাড়ার কথা বলে কাফ্রিখাল পরিষদ বাজার হতে চলে যায়। পরবর্তীতে একই তারিখ রাত্রী অনুমান ০৯.০০ ঘটিকার সময় ভিকটিম বাড়ী ফিরে না আসলে তার ব্যবহৃত মোবাইলে কল দিলে তা বন্ধ পাওয়া যায় এবং তাকে বিভিন্ন জায়গায় ও জায়গীরহাট থেকে নয়ারহাট অটোরিক্সা স্ট্যান্ডে খোঁজাখুজি করা হয়। পরবর্তীতে গত (২৩-জুন) সকাল অনুমান ০৮.৩০ ঘটিকার সময় স্থানীয় ফুয়াদ মেম্বারের মাধ্যমে সংবাদ পাই যে,  ৪নং সদ্যপুষ্কুরনী ইউনিয়নের অন্তর্গত কাটাবাড়ি জমিদারপাড়া বিলের মধ্যে জনৈক আকমল হোসেনের মরিচ খেতে একটি অজ্ঞাত লাশ পরে আছে।

ভিকটিমের আত্মীয় স্বজন ও উপস্থিত লোকজন ভিকটিম ইজিবাইক চালক মোঃ আলী (১৭) এর মৃতদেহ উদ্ধার করেন। পরবর্তীতে ভিকটিমের খালু অভিযুক্ত মোক্তার নিজে বাদী হয়ে (২৩-জুন) হত্যাসহ ঘটনার আলামত গোপন করেছে মর্মে অজ্ঞাতনামা আসামীদের বিরুদ্ধে এজাহার দায়ের করেন। 

এরই ধারাবাহিকতায়, র‌্যাব-১৩, রংপুর একটি চৌকস আভিযানিক দল উক্ত ঘটনার বিষয়ে গোয়েন্দা নজরদারী শুরু করে। গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৩, মঙ্গলবার (২৪-জুন) মিঠাপুকুর থেকে মোঃ রেদোয়ান মিয়া(২১), পিতা-মোঃ মোকছেদুল ইসলাম, সাং-আলীপুর, থানা-মিঠাপুকুর ২। মোঃ ইসলাম মিয়া(২৪), পিতা-মোঃ কেরামত আলী, সাং-আশরাফপুর, থানা-মিঠাপুকুর, জেলা-রংপুর’কে একই তারিখ রাত ০৩.৩০ ঘটিকায় এবং ৩। মোঃ মোক্তার হোসেন(৩৯), পিতা-মোঃ আব্দুর রউপ, সাং-আলীপুর, থানা-মিঠাপুকুর, জেলা-রংপুর’কে ওই তারিখ দুপুর ১২.৩০ ঘটিকায় পায়রাবন্দ বেগম রোকেয়া স্মৃতি গালর্স স্কুল এন্ড কলেজ এর সামনে পাকা রাস্তার উপর হতে গ্রেফতার করেন। 

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামীগণ জানায় যে, মূল পরিকল্পনাকারী মামলার বাদী অথাৎ ভিকটিমের খালু আসামী মোঃ মোক্তার হোসেন (৩৯) এর পূর্বপরিকল্পনা মোতাবেক সহযোগী আসামী ইজিবাইক চালক রেদোয়ান মিয়া(২১) ভাড়ার কথা বলে ভিকটিমসহ তারা কাটাবাড়ি জমিদারপাড়া বিলের মধ্যে জনৈক আকমল হোসেনের মরিচ খেতের পাশে নিয়ে যায়। পরবর্তীতে আসামী মোঃ মোক্তার হোসেন ভিকটিমের মাথায় রড দিয়ে আঘাত করলে ভিকটিম মাটিতে লুটিয়ে পড়ে। সেসময় মোক্তারের কথা মোতাবেক আসামী রেদোয়ান ভিকটিমের মৃত্যূ নিশ্চিত করতে ভিকটিমের গোপনাঙ্গে ও সারা শরীরে এসিড ঢেলে দেয়। আসামীগণ ভিকটিমের মৃত্যূ নিশ্চিত করতঃ জনৈক আকমল হোসেনের মরিচ খেতে ভিকটিমের লাশ ফেলে দেয় এবং ইজি বাইকের ০৪টি ব্যাটারী খুলে নিয়ে যায়। পরবর্তীতে আসামী রেদোয়ান মিয়া(২১)’কে গ্রেফতার করে তাকে জিঙ্গাসাবাদ করে তার দেওয়া তথ্য মতে মামলার বাদী হয়ে ভিকটিমের খালু আসামী মোঃ মোক্তার হোসেন (৩৯) ও আসামী মোঃ ইসলাম মিয়া(২৪)দ্বয়’কে গ্রেফতার করা হয় এবং ইজি বাইকের ০৪টি ব্যাটারী উদ্ধার করতে সক্ষম হয়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow