রঞ্জিত বিশ্বাসের ওপর হামলার প্রতিবাদে ফরিদপুরে মানববন্ধন

জেলা প্রতিনিধি, ফরিদপুরঃ
Apr 16, 2025 - 16:23
 0  3
রঞ্জিত বিশ্বাসের ওপর হামলার প্রতিবাদে ফরিদপুরে মানববন্ধন

ফরিদপুরের শান্তিপ্রিয় সাধারণ জনগণের ব্যানারে রঞ্জিত বিশ্বাসের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৬ এপ্রিল) দুপুরে ফরিদপুর প্রেস ক্লাবের সামনে এ মানববন্ধনের আয়োজন করা হয়।

গত ৫ এপ্রিল রঞ্জিত বিশ্বাসের ওপর হত্যার উদ্দেশ্যে হামলার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এ কর্মসূচি পালিত হয়। মানববন্ধনে সভাপতিত্ব করেন ফরিদপুর জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের আহ্বায়ক নিতাই রায়।

বক্তব্য দেন ফরিদপুর জেলা ছাত্রদলের সভাপতি আদনান হোসেন অনু, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের সদস্য সচিব সুব্রত রবিদাস, রঞ্জিত বিশ্বাসের সহধর্মিণী ইপা বিশ্বাস ও বৌদি অঞ্জলি রায়। মানববন্ধনটি সঞ্চালনা করেন ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক শাহরিয়ার হোসেন জুয়েল।

এতে রঞ্জিত বিশ্বাসের বড় ভাই সমীর বিশ্বাস, ছোট ভাই লিটন বিশ্বাসসহ পরিবারের অন্যান্য সদস্য ও স্থানীয় এলাকাবাসী অংশগ্রহণ করেন।

বক্তারা অভিযোগ করেন, “রঞ্জিত বিশ্বাসের ওপর হত্যার উদ্দেশ্যে হামলার পেছনে আওয়ামী লীগের দোসর ও সন্ত্রাসীরা জড়িত। তারা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে, আমাদের হুমকি দিচ্ছে। আমরা আমাদের জীবনের নিরাপত্তা চাই।”

চিহ্নিত হামলাকারী লাভলু ও তার সহযোগীদের দ্রুত গ্রেফতার করে জিজ্ঞাসাবাদের মাধ্যমে দোষীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানানো হয়। বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, "আগামী ৭২ ঘণ্টার মধ্যে আসামিদের গ্রেফতার করা না হলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।"

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow