রথ খোলার দুর্গা মন্দির ‌ লোকনাথ মন্দিরের দান বাক্স ভেঙ্গে ‌ টাকা চুরি

ফরিদপুর জেলা প্রতিনিধি:
Feb 5, 2024 - 23:37
 0  11
রথ খোলার দুর্গা মন্দির ‌ লোকনাথ মন্দিরের দান বাক্স ভেঙ্গে ‌ টাকা চুরি

ফরিদপুরের রথ খোলার চৌধুরী বাড়ি দুর্গা মন্দিরের ও লোকনাথ মন্দিরের দুটো  ‌ মন্দিরের দানবাক্স থেকে টাকা চুরির খবর পাওয়া গেছে। এছাড়া ‌ এখানে দুটি মন্দিরের ‌ দান বাক্স পরিত্যক্ত অবস্থায় পাওয়া গেছে।

এ ব্যাপারে স্থানীয় এলাকাবাসী জানান,
রবিবার দিন গত রাতে শহরের চৌধুরী বাড়ীর দুর্গা মন্দির ও লোকনাথ বাবার মন্দিরের তালা ভেঙে কে বা কারা উক্ত মন্দিরের ‌দুইটি   দানবাক্স ভেঙে টাকা নিয়ে যায়। সিসিটিভির ক্যামেরা দেখা যায় রাত দুইটার পরে চুরি করে।
এদিকে উক্ত ঘটনায় তীব্র ক্ষোভ জানান এলাকাবাসী। তারা এ ঘটনার সাথে জড়িত ব্যক্তিদের অবিলম্বে গ্রেফতার করে ‌ দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow