রাজধানীতে ব্র্যাক ও ইষ্ট ওয়েষ্ট ইউনিভার্সিটির শিক্ষার্থীদের বিশাল মিছিল
শনিবার দুপুর ২ টার দিকে রাজধানীর ব্র্যাক ও ইষ্ট ওয়েষ্ট ইউনিভার্সিটির শিক্ষার্থীদের বিশাল মিছিল মেরুল বাড্ডা থেকে শুরু হয়। পরে মিছিলটি ঢাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন। বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের আন্দোলনে ছাত্র ছাত্রীদের পাশাপাশি সাধারণ মানুষও অংশ গ্রহণ করেন। এসময় তারা বিভিন্ন দাবিতে স্লোগান দিতে থাকে। আন্দোলনকারীরা পুলিশ দেখলেই ভূয়া ভূয়া স্লোগান দিতে থাকে।
শিক্ষার্থীরা বলেন, তাদের দাবি না মানা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন। শিক্ষার্থীরা মিছিল নিয়ে কেন্দ্রীয় শহীদ মিনারের দিকে যান। উল্লেখ্য গতকাল বৈষম্য বিরোধী ছাত্রআন্দোলনের সমন্বয়করা ঘোষণা অনুযায়ী শনিবার দেশের সকল পাড়া মহল্লায় বিক্ষোভ মিছিল এবং রবিবার থেকে অসহযোগ আন্দোলন ডাক দেওয়া হয়।
What's Your Reaction?