রাজবাড়ী হতে ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-১০

ফরিদপুর জেলা প্রতিনিধি
Dec 4, 2024 - 18:49
 0  3
রাজবাড়ী হতে ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-১০

রাজবাড়ীর সদর এলাকা হতে ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১০ এছাড়া মাদক বহনে ব্যবহৃত পিকআপ জব্দ করা হয়েছে। এ ব্যাপারে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় ‌মঙ্গলবার ‌ র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারে যে, কতিপয় মাদক ব্যবসায়ী দেশের পশ্চিমাঞ্চল হতে বিপুল পরিমান মাদকদ্রব্যের চালান নিয়ে পিকআপ করে মেহেরপুর জেলা হতে রাজবাড়ী জেলার উদ্দেশ্যে রওনা করেছে। উক্ত সংবাদ পাওয়ার পর র‌্যাব-১০ এর আভিযানিক দলটি তাৎক্ষনিক রাজবাড়ী জেলার সদর থানাধীন গোয়ালন্দ মোড় এলাকায় অবস্থান করে একটি অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে এবং সন্দেহজনক গাড়ী তল্লাশী করতে থাকে। তল্লাশীর এক পর্যায়ে  রাত আনুমানিক ১০:২০ মিনিটে  সন্দিগ্ধ পিকআপটি র‌্যাবের চেকপোষ্টের সামনে পৌঁছানো মাত্র কর্তব্যরত র‌্যাব সদস্যরা পিকআপ টিকে সিগন্যাল দিলে পিকআপের চালক পিকআপটি থামায়‌ এরপর ‌ র‌্যাব সদস্যরা উক্ত পিকআপে থাকা চালকসহ আরোহীকে জিজ্ঞাসাবাদ করলে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে সে স্বীকার করে যে, তাদের পিকআপে ফেনসিডিল আছে। পরবর্তীতে কর্তব্যরত র‌্যাব সদস্যরা বিধি মোতাবেক তল্লাশী করে গ্রেফতারকৃত আসামীদের  পায়ের কাছে রাখা তিনটি প্লাস্টিকের বস্তার ভিতর রাখা আনুমানিক ৮,৬৪,০০০/-  টাকা মূল্যমানের ২৮৮  বোতল ফেনসিডিলসহ  ২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামীদের নাম মোঃ জিহাদ আলী (২৪) পিতা-মোঃ সল্টু মিয়া ২। মাবুদ আহমেদ (১৯) পিতা-হোসাইন আলী, উভয় সাং- পশ্চিম মালশাহদ,  উভয় থানা-গাংনী, উভয় জেলা-মেহেরপুর বলে জানা যায়। এ সময় তাদের নিকট হতে মাদক বহনে ব্যবহৃত ১টি পিকআপ জব্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত আসামীরা পেশাদার মাদক ব্যবসায়ী। তারা বেশ কিছুদিন যাবৎ দেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা হতে অবৈধ পন্থায় ফেনসিডিলসহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে রাজবাড়ীসহ আশপাশের বিভিন্ন জেলায় সরবরাহ করে আসছিল। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে ‌।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow