রাজবাড়ীতে ওয়াসার প্রকৌশলীসহ ৫ জনের বিরুদ্ধে গাছ চুরির মামলা
রাজবাড়ীর বালিয়াকান্দিতে প্রকাশ্যে দিবালোকে ইলেকট্রনিক্স করাত দিয়ে গাছ চুরির অভিযোগে ঢাকা ওয়াসার প্রকৌশলী ইঞ্জিনিয়ার আল আমিন সহ ৫জনের বিরুদ্ধে গাছ চুরির অভিযোগে মামলা হয়েছে। রাজবাড়ীর ৪নং আমলী আদালতের বিচারক মৌসুমী সাহার নির্দেশে সোমবার বালিয়াকান্দি থানায় মামলা রেকর্ড হয়েছে।
উপজেলার নারুয়া ইউনিয়নের খালিয়া গ্রামের মৃত আজগর আলীর ছেলে আব্দুর রহমান বলেন, বালিয়াকান্দি সদর ইউনিয়নের শালমারা গ্রামের মৃত মোয়াজ্জেম শেখের ছেলে ঢাকা ওয়াসার প্রকৌশলী ইঞ্জিনিয়ার আল আমিনের নির্দেশে শহিদুল্লাহ মুন্সীর নেতৃত্বে আহসান ওরফে আহো, রাজীব মন্ডল, সাঈদ ফকির সহ ৪০-৪৫জন গত ২০ এপ্রিল বিকেল ৩টার দিকে ইলেক্টনিক্স করাত দিয়ে ৩০ বছর বয়সী একটি তাল গাছ, একটি বড় আম গাছ ও একটি মেহগনি গাছ চুরি করে।
মামলার বাদীপক্ষের আইনজীবি এ্যাড.গোলাম মোস্তফা বলেন, আদালতে মামলা দায়ের করলে রাজবাড়ীর ৪নং আমলী আদালতের বিচারক মৌসুমী সাহা মামলাটি বালিয়াকান্দি থানার ওসিকে এফআইআর করার নির্দেশ দিয়েছেন। আদালতের নির্দেশে সোমবার মামলা রেকর্ড হয়েছে।
বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ মোঃ আলমগীর হোসেন বলেন, আদালতের নির্দেশে মামলা রেকর্ড করা হয়েছে। আসামী গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
What's Your Reaction?