রাজবাড়ীতে গণমাধ্যমকর্মীর বাড়ীতে দুর্ধর্ষ ডাকাতি, নগদ টাকা ও স্বর্ণালংকার লুট

মো: আজমল হোসেন,বালিয়াকান্দি(রাজবাড়ী) প্রতিনিধি
Aug 3, 2024 - 19:53
Aug 3, 2024 - 19:54
 0  5
রাজবাড়ীতে গণমাধ্যমকর্মীর বাড়ীতে দুর্ধর্ষ ডাকাতি, নগদ টাকা ও স্বর্ণালংকার লুট

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার নবাবপুরে ঢাকা থেকে প্রকাশিত দৈনিক সকালের সময় পত্রিকার জেলা প্রতিনিধি সমীর কান্তি বিশ্বাসের বাড়ীতে দূর্ধর্ষ ডাকাতি সংঠটিত হয়েছে। 

শুক্রবার (২ আগষ্ট) দিবাগত রাত আনুমানিক বারোটার দিকে ৯ থেকে ১০ জনের একটি সংঘবদ্ধ দল ঘরের দরজা ভেঙ্গে প্রবেশ করে বাড়ীর সবাইকে বেঁধে ফেলে। এরপর দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে স্বর্ণালংকার, নগদ টাকা, মোবাইল ফোনসহ দেড় লক্ষাধীক টাকা লুট করে নিয়ে যায়।

এ বিষয়ে সাংবাদিক সমীর কান্তি বিশ্বাস বলেন, আমি প্রতি দিনের ন্যায় ঘরে ঘুমিয়ে পড়ি। রাত আনুমানিক ১২টার দিকে দরজা দিয়ে ৯/১০ জনের একটি ডাকাত দল ঘরে প্রবেশ করে আমাকে হাত,পা ও মুখ বেঁধে ফেলে। পরে আমার স্ত্রী, ছেলে, মেয়ে, ভাগনীসহ অন্যান্যদের বেঁধে একটি ঘরে জিম্মি করে ঘরে থাকা নগদ টাকা, স্বর্ণালংকার, মোবাইল ফোনসহ আনুমানিক দেড় লক্ষাধীক টাকার মালামাল লুট করে নিয়ে যায়। তারা চলে যাওয়ার পর পাশের বাড়ীর মোবাইল থেকে জাতীয় পরিসেবা ৯৯৯ এ ফোন দিলে বালিয়াকান্দি থানা পুলিশ আসে। সকালে সহকারী পুলিশ সুপার পাংশা সার্কেল, বালিয়াকান্দি থানা অফিসার ইনচার্জ এসে সবকিছু পরিদর্শন করেন। এবং দ্রুত ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।



What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow