রাজবাড়ীতে বিজয়ী ও পরাজিত প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে ১০ জন আহত
রাজবাড়ীর বালিয়াকান্দিতে বিজয়ী ও পরাজিত প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছে। আহতদের মধ্যে আরিফুজ্জামান আলেক ও রাব্বীকে রাজবাড়ী সদর হাসপাতাল, আমিরুল ইসলামকে ফরিদপুর বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে ও অন্যান্যদের বালিয়াকান্দি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শুক্রবার সন্ধ্যা ৭ টার দিকে বালিয়াকান্দি উপজেলার নারুয়া ইউনিয়নের ঘিকমলা বাজারে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
নারুয়া ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ বলেন, তারা আবুল কালাম আজাদের পক্ষে নির্বাচন করেন। এ কারণে বিজয়ী প্রার্থী এহসানুল হাকিম সাধনের সমর্থকরা নানা ভাবে হুমকি দিয়ে আসছিল। শুক্রবার সন্ধ্যার পর রেল মন্ত্রী বীরমুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম, এমপির পাংশার বাসভবনে নেতাকর্মীদের সাথে নিয়ে যাচ্ছিলেন। ঘিকমলা বাজারে মাগরিবের নামাজে যান কয়েকজন। নামাজ শেষে বাইরে এসে মোটরসাইকেল নিয়ে যেতে গেলে নারুয়া ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক মিলন হোসেনের নেতৃত্বে আর্তকিত হামলা করে। এতে উভয়পক্ষই সংঘর্ষে জড়িয়ে পড়ে। অন্তত ১০ জন আহত হয়। কয়েকটি মোটরসাইকেল আটকে রাখলেও পরে ২টি মোটরসাইকেল রেখে বাকীগুলো ফেরত দেয়। এ বিষয়ে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।
বালিয়াকান্দি থানার এসআই রাজিবুল ইসলাম বলেন, খবর পেয়ে তাৎক্ষণিক ভাবে পুলিশ ফোর্স নিয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। অভিযোগ পেয়েছি। আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে।
What's Your Reaction?