রাজবাড়ীতে সাবেক রেলমন্ত্রী জিল্লুল হাকিম ও থানার ওসিসহ ১০ জনের বিরুদ্ধে মামলা

মো: আজমল হোসেন,বালিয়াকান্দি(রাজবাড়ী) প্রতিনিধি
Aug 25, 2024 - 19:09
 0  21
রাজবাড়ীতে সাবেক রেলমন্ত্রী জিল্লুল হাকিম ও থানার ওসিসহ ১০ জনের বিরুদ্ধে মামলা

রাজবাড়ীতে সাবেক রেলমন্ত্রী জিল্লুল হাকিম, থানার ওসি সহ ১০ জনের বিরুদ্ধে ছাত্রদল নেতাকে অপহরণের পর নির্যাতন ও চাঁদাবাজির অভিযোগে রোববার দুপুরে রাজবাড়ীর বালিয়াকান্দি আমলী আদালতে মামলা দায়ের করা হয়েছে। 

মামলাটি দায়ের করেছেন, জিয়া স্মৃতি পাঠাগারের কেন্দ্রীয় কমিটির সদস্য ও জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ তুহিনুর রহমান। মামলার আসামীরা হলো, সাবেক রেলপথ মন্ত্রী জিল্লুল হাকিম, বালিয়াকান্দি থানার সাবেক অফিসার ইনচার্জ (ওসি) আবু সামা মোঃ ইকবাল হায়াত, বালিয়াকান্দি উপজেলা আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান এহসানুল হাকিম সাধন, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি নায়েব আলী, নাছির উদ্দিন, নজরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আবুল কালাম আজাদ, নারুয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও নারুয়া ইউপি চেয়ারম্যান জহুরুল ইসলাম, নারুয়া ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ কালাম, জিল্লুল হাকিমের ছেলে মিতুল হাকিম সহ অজ্ঞাতনামা আরও ৩ জনের নামে মামলা হয়েছে।
মামলার বাদী তুহিনুর রহমান বলেন, ২০১৪ সালের ১২ জানুয়ারী তাকে অপহরণ, গুম ও চাঁদা আদায়ের জন্য নির্যাতনসহ খুনের চেষ্টা করে। সেসময় তাকে আটকে ১০ লক্ষ টাকা চাঁদাদাবি করে। জোর পূর্বক ৫ লক্ষ টাকা নেয় এবং বিভিন্ন মামলায় আদালতে তাকে সোপর্দ করে বলে অভিযোগো উল্লেখ রয়েছে। তিনি আরও বলেন, ওই সময় চিকিৎসার জন‍্য দেশে ও বিদেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা করতে হয়। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তার চিকিৎসার ব্যায়ভার বহন করেন। এখনো সোজা হয়ে দাঁড়াতে কষ্ট হয় আমার। দেশের পরিবেশ এখন সাধারণ মানুষের অনুকূল হওয়ায় এখন মামলাটি দায়ের করেছি।
এবিষয়ে মামলার, রাজবাড়ী জেলা বারের আইনজীবি ও জেলা বিএনপির সদস্য সচিব এ্যাড. কামরুল আলম বলেন, বিচারক মৌসুমী সাহা মামলাটি আমলে নিয়েছেন। সঠিক তদন্ত সাপেক্ষে আসামিদের আইনের আওতায় এনে বিচার কার্যক্রম পরিচালনা করা হবে।



What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow