রাজবাড়ীর বালিয়াকান্দিতে এইচএসসি পরীক্ষার ভেন্যু বহালের দাবিতে বিক্ষোভ

রাজবাড়ীর বালিয়াকান্দিতে ২০২৫ সালের এইচএসসি পরীক্ষার ভেন্যু বহালের দাবিতে শিক্ষার্থী ও অভিভাবকদের বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৩ মার্চ) সকালে বালিয়াকান্দি সরকারি কলেজের শিক্ষার্থীদের আয়োজনে কলেজ ক্যাম্পাস থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে বালিয়াকান্দি বাজারের চৌরাস্তায় গিয়ে পথসভার মাধ্যমে শেষ হয়। শিক্ষার্থীদের দাবির সাথে একাত্মতা প্রকাশ করেন স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও অভিভাবকরা।
শিক্ষার্থীদের দাবি, এতদিন তাদের পরীক্ষার ভেন্যু ছিল বালিয়াকান্দি সরকারি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ। কিন্তু এবার সেটি পরিবর্তন করে মীর মশাররফ হোসেন কলেজ নির্ধারণ করা হয়েছে, যা মূল কেন্দ্র থেকে ১২ কিলোমিটার দূরে অবস্থিত। শিক্ষার্থীদের অভিযোগ, দূরত্ব বেশি হওয়ায় যাতায়াত ব্যবস্থা অত্যন্ত কষ্টকর হবে, বিশেষ করে নারী শিক্ষার্থীদের জন্য এটি নিরাপত্তার হুমকি তৈরি করবে।
এক শিক্ষার্থী বলেন, “সরকারি নির্দেশনা অনুযায়ী, মূল কেন্দ্রের কাছাকাছি কোনো প্রতিষ্ঠানে ভেন্যু নির্ধারণ করার কথা। কিন্তু ষড়যন্ত্র করে আমাদের দূরবর্তী ও যোগাযোগবিচ্ছিন্ন কলেজে পরীক্ষার ভেন্যু নির্ধারণ করা হয়েছে, যা আমাদের জন্য চরম দুর্ভোগ ডেকে আনবে।”
বালিয়াকান্দি সরকারি কলেজের অধ্যক্ষ মো. শাহ নেওয়াজ পারভেজ জানান, আগামী ২৬ জুন থেকে শুরু হতে যাওয়া এইচএসসি পরীক্ষার জন্য সরকার ১৭ মার্চ কেন্দ্র ও ভেন্যুর তালিকা প্রকাশ করেছে। এতে পূর্বের ভেন্যু পরিবর্তন করে দূরবর্তী কলেজ নির্ধারণ করা হয়েছে। তিনি জানান, শিক্ষার্থীদের স্বার্থে ভেন্যু বহালের দাবিতে তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত আবেদন জমা দিয়েছেন।
এ বিষয়ে বালিয়াকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা চৌধুরী মুস্তাফিজুর রহমান বলেন, “ভেন্যু বহালের দাবিতে কলেজ কর্তৃপক্ষ ও শিক্ষার্থীদের একটি প্রতিনিধি দল আমার সঙ্গে দেখা করেছে। বিষয়টি গুরুত্বসহকারে বিবেচনা করা হচ্ছে এবং সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে দ্রুত সিদ্ধান্ত নেওয়া হবে।”
শিক্ষার্থীরা প্রশাসনকে আগামী ৯ এপ্রিল পর্যন্ত সময় বেঁধে দিয়েছেন। এর মধ্যে ভেন্যু বহালের কোনো সিদ্ধান্ত না হলে তারা আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন।
বিক্ষোভ সমাবেশে শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য দেন মো. রাহাত শেখ, জিহাদ ভূঁইয়া, রনি বিশ্বাস, ইথুন ও অনিকা তাহসিন সুপ্তি। একাত্মতা প্রকাশ করে বক্তব্য দেন উপজেলা বিএনপির সভাপতি গোলাম শওকত সিরাজ, সাবেক সাধারণ সম্পাদক খোন্দকার মশিউল আজম চুন্নু, সাংগঠনিক সম্পাদক ফরিদ আহমেদ আশিক, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সিনিয়র সহসভাপতি খোন্দকার মনির আজম মুন্নু ও অভিভাবকদের প্রতিনিধি আব্দুর রাজ্জাক।
এইচএসসি পরীক্ষার্থীদের সুষ্ঠু পরীক্ষার পরিবেশ নিশ্চিত করতে প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন অভিভাবক ও শিক্ষার্থীরা। এখন দেখার বিষয়, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তাদের দাবি মেনে নেয় কি না।
What's Your Reaction?






