রাজশাহী নিউমার্কেট ব্যবসায়ী সমিতির র্যাফেল ড্র অনুষ্ঠিত

পবিত্র রমজান মাসে ঈদ উপলক্ষে কেনাকাটার অংশ হিসেবে রাজশাহী নিউমার্কেট ব্যবসায়ী সমিতির উদ্যোগে আয়োজন করা হয় বিশেষ র্যাফেল ড্র। শনিবার (১৯ এপ্রিল) দুপুরে নিউমার্কেট প্রাঙ্গণে জমকালো আয়োজনের মধ্য দিয়ে এই ড্র অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজশাহীর সাবেক মেয়র ও সাবেক সংসদ সদস্য মোহাম্মদ মিজানুর রহমান মিনু। এছাড়া উপস্থিত ছিলেন সাবেক মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল, রাজশাহী মহানগর আওয়ামী লীগের সহসভাপতি শফিকুল হক মিলন এবং জাতীয় পার্টির মহানগর সভাপতি মাসুদুর রহমান রিঙ্কু। সভাপতিত্ব করেন নিউমার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি নূর কুতুবি আলম মুনু।
রমজান মাসজুড়ে নিউমার্কেটের যেকোনো দোকান থেকে ৫০০ টাকার কেনাকাটায় একটি করে কুপন দেওয়া হয় ক্রেতাদের। সেই কুপন দিয়েই র্যাফেল ড্রয়ে অংশ নেওয়ার সুযোগ পান তাঁরা। ড্র অনুষ্ঠানে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়, যা উপভোগ করেন বিপুল সংখ্যক নারী, পুরুষ ও শিশুসহ সর্বস্তরের মানুষ।
র্যাফেল ড্রয়ের প্রথম পুরস্কার ছিল একটি সুজুকি জিকসার মোটরসাইকেল, দ্বিতীয় পুরস্কার একটি দুই দরজার ফ্রিজ। এ ছাড়াও মোট ১০১ জন সৌভাগ্যবান ক্রেতাকে বিভিন্ন আকর্ষণীয় পুরস্কার দেওয়া হয়। যারা উপস্থিত থেকে পুরস্কার গ্রহণ করতে পারেননি, তাঁদের আগামী সাত দিনের মধ্যে কুপনসহ নিউমার্কেট ব্যবসায়ী সমিতির অফিসে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।
আয়োজকরা জানান, রাজশাহী নিউমার্কেটের মানসম্মত পণ্য ও সেবার কারণে এটি ক্রেতাদের কাছে দিন দিন আরও জনপ্রিয় হয়ে উঠছে।
What's Your Reaction?






