রাজশাহী পুলিশ লাইন্সে ঈদ-উল-ফিতরের নামাজ অনুষ্ঠিত

মো: গোলাম কিবরিয়া , জেলা প্রতিনিধি, রাজশাহীঃ
Mar 31, 2025 - 21:49
 0  3
রাজশাহী পুলিশ লাইন্সে ঈদ-উল-ফিতরের নামাজ অনুষ্ঠিত

সারাদেশের মতো রাজশাহীতেও ধর্মীয় উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে পবিত্র ঈদ-উল-ফিতরের নামাজ অনুষ্ঠিত হয়েছে। আজ ৩১ মার্চ ২০২৫ খ্রিস্টাব্দ, সোমবার সকাল ৮:০০টায় রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) লাইন্স মাঠে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়।

ঈদের জামাতে নামাজ আদায় করেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের সম্মানিত পুলিশ কমিশনার জনাব মোহাম্মদ আবু সুফিয়ান এবং রাজশাহী রেঞ্জের সম্মানিত ডিআইজি জনাব মোহাম্মদ শাহজাহান, পিপিএম (বার), পিএইচডি। এছাড়াও রাজশাহী মেট্রোপলিটন পুলিশ, রাজশাহী রেঞ্জ ও জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্য এবং বিপুলসংখ্যক ধর্মপ্রাণ মুসল্লি নামাজে অংশ নেন।

নামাজ শেষে দেশ, জাতি ও সমগ্র মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। মোনাজাতে জাতির উন্নতি, আইনশৃঙ্খলার সার্বিক উন্নয়ন এবং শান্তিপূর্ণ সহাবস্থানের জন্য প্রার্থনা করা হয়।

ঈদের জামাত উপলক্ষে পুলিশ লাইন্স মাঠে ছিল কঠোর নিরাপত্তা ব্যবস্থা। মুসল্লিদের নির্বিঘ্নে নামাজ আদায়ের জন্য পুলিশের বিশেষ টিম সার্বক্ষণিক দায়িত্ব পালন করে।

নামাজ শেষে মুসল্লিরা একে অপরের সঙ্গে কোলাকুলি ও শুভেচ্ছা বিনিময় করেন, যা ঈদের আনন্দকে আরও প্রাণবন্ত করে তোলে। ঈদ-উল-ফিতরের এই পবিত্র দিনে সম্প্রীতির বার্তা ছড়িয়ে পড়ার পাশাপাশি, রাজশাহীর পুলিশ বাহিনীও সাধারণ জনগণের সঙ্গে উৎসবের আনন্দ ভাগ করে নেয়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow