রাজশাহী বিশ্ববিদ্যালয়ে মধ্যরাতে বিক্ষোভ, আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি

মো: গোলাম কিবরিয়া , জেলা প্রতিনিধি, রাজশাহী
Mar 21, 2025 - 13:41
 0  2
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে মধ্যরাতে বিক্ষোভ, আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি

আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে মধ্যরাতে বিক্ষোভ করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থীরা। বৃহস্পতিবার দিবাগত রাত আড়াইটার দিকে বিশ্ববিদ্যালয়ের শহিদ জোহা চত্বরে এ বিক্ষোভ অনুষ্ঠিত হয়।

বিক্ষোভে বক্তারা অভিযোগ করেন, গণতন্ত্র ও মানবাধিকারের বিপক্ষে অবস্থান নেওয়া রাজনৈতিক শক্তিগুলোর পুনর্বাসনের ষড়যন্ত্র চলছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক মেহেদী সজিব বলেন, “৫ আগস্টেই আওয়ামী লীগের কবর হয়েছে। কবর থেকে যেমন কেউ ফেরে না, তেমনি আওয়ামী লীগও ফিরতে পারে না।”

শিক্ষার্থীরা বলেন, “রক্তের দাগ এখনও শুকায়নি, অথচ ফ্যাসিস্টদের ফেরানোর ষড়যন্ত্র চলছে। ছাত্রজনতার শরীরে এক ফোঁটা রক্ত থাকতে এ অন্যায়ের বিরুদ্ধে লড়াই চলবে। যারা এই ষড়যন্ত্রে লিপ্ত হবে, তাদের পরিণতিও ফ্যাসিস্টদের মতো হবে। কোনো অবস্থাতেই আওয়ামী লীগের পুনর্বাসনের সুযোগ নেই।”

বিক্ষোভে বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন। তবে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে এ বিষয়ে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow