রাজশাহীতে আদালত চত্বর থেকে হাতকড়া পরা অবস্থায় মাদক মামলার আসামির পলায়ন

রাজশাহীতে আদালত চত্বর থেকে হাতকড়া পরা অবস্থায় পুলিশের হেফাজতে থাকা এক মাদক মামলার আসামি পালিয়ে গেছেন। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) বেলা পৌনে ৩টার দিকে রাজশাহী মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-২ থেকে তিনি পালিয়ে যান।
পালিয়ে যাওয়া আসামির নাম মো. আরিফ (৩২)। তিনি রাজশাহী মহানগরীর রাজপাড়া থানার তেরখাদিয়া ডাবতলা এলাকার বাসিন্দা এবং জাকির হোসেনের ছেলে।
আদালত সূত্রে জানা গেছে, মাদক মামলায় গ্রেপ্তার আসামি আরিফকে দুপুরে আদালতে হাজির করা হয়। হাজিরা শেষে কনস্টেবল মাহমুদুল হাসান তাকে হাতকড়া পরা অবস্থায় আদালতের হাজতখানায় নিয়ে যাচ্ছিলেন। এ সময় সুযোগ বুঝে আসামি আরিফ পালিয়ে যান।
ঘটনার বিষয়ে রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত উপপুলিশ কমিশনার (অপরাধ ও অপারেশন) সাবিনা ইয়াসমিন সাংবাদিকদের বলেন, "ঘটনার পর থেকেই আসামিকে ধরতে অভিযান চলছে। পুলিশের কোনো গাফিলতি প্রমাণিত হলে দায়ীদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।"
এ ঘটনায় আদালতপাড়ায় নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠেছে। তবে পুলিশ জানিয়েছে, আসামিকে দ্রুত গ্রেপ্তারের লক্ষ্যে তৎপরতা অব্যাহত রয়েছে।
What's Your Reaction?






