রাজশাহীতে এএস আইয়ের আত্মহত্যা 

মো: গোলাম কিবরিয়া,রাজশাহী জেলা প্রতিনিধি
Feb 12, 2025 - 20:29
 0  4
রাজশাহীতে এএস আইয়ের আত্মহত্যা 

রাজশাহীতে এক পুলিশের একজন সহকারী উপপরিদর্শকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার রাত ৩টার দিকে নগরের হেলেনাবাদ বসরকারি কোয়ার্টারের বাসার একটি কক্ষ থেকে তার লাশ উদ্ধার করা হয় বলে আরএমপির অতিরিক্ত উপপুলিশ কমিশনার (মিডিয়া) সাবিনা ইয়াসমিন জানিয়েছেন।

মৃত এএসআইয়ের নাম আমিনুল ইসলাম (৩৫)। তিনি রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) গোয়েন্দা শাখায় (ডিবি) কর্মরত ছিলেন।

আমিনুলের গ্রামের বাড়ি নওগাঁর মান্দা উপজেলার শিবনগর। বাবার নাম মৃত আজিম উদ্দিন প্রামানিক। হেলেনাবাদ সরকারি কোয়ার্টারে তিনি স্ত্রী এবং ষষ্ঠ শ্রেণী ‍পড়ুয়া মেয়েকে নিয়ে থাকতেন।

আরএমপির অতিরিক্ত উপপুলিশ কমিশনার (মিডিয়া) সাবিনা ইয়াসমিন বলেন, সোমবার রাত ৩টার দিকে আমিনুল ইসলামের ঝুলন্ত লাশ দেখে তার স্ত্রী থানায় ফোন করেন। পরে পুলিশ গিয়ে একটি ঘরে ফ্যানের সঙ্গে গলায় শাড়ি প্যাঁচানো অবস্থায় তার লাশ দেখতে পায়।

তিনি বলেন, “পারিবারিক বিষয়ে স্ত্রীর সঙ্গে আমিনুলের মনোমানিল্য ছিল। এর জের ধরে তিনি আত্মহত্যা করতে পারেন।”

নগরের রাজপাড়া থানার ওসি আশরাফুল ইসলাম বলেন, “রাত ১১টার দিকে বাইরে থেকে বাসায় যান আমিনুল। তারপর তিনি আলাদা ঘরে শুয়েছিলেন।

“রাতেই তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়। ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।”

তিনি বলেন, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এএসআই আমিনুল ইসলাম আত্মহত্যা করেছেন। তবে আমরা কারণ নিশ্চিত হতে পারিনি। তদন্ত শেষে এবং ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পর মৃত্যুর কারণ নিশ্চিতভাবে বলা যাবে।”

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow