রাজশাহীতে ওয়াসার পানিতে কয়লার মতো ময়লা

মো: গোলাম কিবরিয়া , জেলা প্রতিনিধি, রাজশাহীঃ
Apr 8, 2025 - 19:59
 0  4
রাজশাহীতে ওয়াসার পানিতে কয়লার মতো ময়লা

রাজশাহী নগরীর ১৭ নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকায় ওয়াসার পানিতে দেখা গেছে কয়লার মতো কালো ময়লা। সোমবার (৭ এপ্রিল) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ওয়ার্ডের মহলদার পাড়া, রোডপাড়া, তারা মসজিদ এলাকা ও আশপাশের কয়েকটি স্থানের ট্যাপকল দিয়ে এসেছে গভীর কালো ও ময়লাযুক্ত পানি।

স্থানীয়রা জানান, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ওয়াসার পাইপলাইন দিয়ে যে পানি এসেছে, তা রীতিমতো কয়লার গুঁড়োর মতো। অনেকে গোসল বা থালাবাসন ধোয়ার চেষ্টা করেও ভয় পেয়ে তা বাদ দেন।

তারা মসজিদের সামনে থাকা একটি কল থেকে যোহরের সময় পানি দেখে আতঙ্কিত হয়ে পড়েন মুসল্লিরা। মাগরিবের সময়ও একই অবস্থা দেখা যায়। মসজিদে নামাজ পড়তে আসা একাধিক মুসল্লি বলেন, "যোহরের সময় যেমন কালো পানি দেখেছিলাম, মাগরিবেও তেমনই দেখলাম। এতটাই কালো ছিল যে ওজু করতেও দ্বিধা হচ্ছিল।"

রোডপাড়া এলাকার বাসিন্দা বাবু, বিপ্লব, সবুজ এবং স্থানীয় চা বিক্রেতা জীবন বলেন, "কোন দিন কল দিয়ে এত কালো পানি আসতে দেখিনি।" মহলদার পাড়ার রানা, তাকিয়া ও মাইনুল বলেন, "বালতিতে পানি ভরছিলাম গোসল করার জন্য। কিছুক্ষণ পর দেখি পুরো বালতিটাই কালো। আগেও কয়েকবার লালচে ময়লা পানি এসেছিল। এবার মনে হলো কয়লা গুঁড়ো মিশে আছে পানিতে।"

স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেন, দুপুরে ওয়াসা অফিসে ফোন করেও তাৎক্ষণিক কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। তারা জানান, বাথরুমের সাদা টাইলস পর্যন্ত পানির কারণে কালো হয়ে গেছে। কেউ থালাবাসন ধোয়ার সাহস পাননি, অনেকে পানিতে হাত দিতেও ভয় পেয়েছেন।

এলাকার হোটেল ব্যবসায়ী বিপ্লব বলেন, "তারা মসজিদের পাশের কল থেকে হোটেলের খাবার পানি সংগ্রহ করি। কিন্তু সারাদিন ময়লা কালো পানি আসায় পানি আনতে পারিনি। এতে হোটেলের ব্যবসায়ও ক্ষতি হয়েছে।"

এ বিষয়ে জানতে চাইলে ওয়াসার নির্বাহী প্রকৌশলী (জোন-২) দপ্তরের প্রকৌশলী ইকবাল হোসেন বলেন, "এটা কেন হচ্ছে, তা আমরা খতিয়ে দেখছি। ঠিকানা দিলে আজ না হলেও আগামীকাল মঙ্গলবার (৮ এপ্রিল) লোক পাঠানো হবে।"

স্থানীয়দের দাবি, এমন অনিয়ম প্রায় সময়ই ঘটে থাকে। কখনো লালচে পানি, কখনো ময়লাযুক্ত দুর্গন্ধের পানি পাইপ দিয়ে আসে। তবে এবারের কালো রঙ ও ময়লার পরিমাণ এতটাই বেশি যে জনস্বাস্থ্যের জন্য তা হুমকি হতে পারে বলে আশঙ্কা করছেন তারা।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow