রাজশাহীতে গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

রাজশাহী মহানগরীর কর্ণহার থানার হাওয়ার মোড় এলাকায় অভিযান চালিয়ে ১ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) কর্ণহার থানা পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন—মো. সোহেল রানা (৩৭) ও মো. উজ্জল সরকার (৪২)। সোহেল রানা রাজশাহী মহানগরীর পবা থানার তেঘর মধ্যপাড়া এলাকার মৃত আব্দুল গফফারের ছেলে এবং উজ্জল সরকার রাজশাহী জেলার তানোর থানার আকসা এলাকার মো. আব্দুল সরকারের ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার (৪ এপ্রিল) বিকেল পৌনে ৩টার দিকে আরএমপি’র কাশিয়াডাঙ্গা ক্রাইম বিভাগের উপ-পুলিশ কমিশনার দীন মোহাম্মদের সার্বিক তত্ত্বাবধানে কর্ণহার থানার একটি টিম মাদকদ্রব্য উদ্ধার ও ওয়ারেন্ট তামিল সংক্রান্ত বিশেষ অভিযান পরিচালনা করছিল। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন, হাওয়ার মোড়ে দুই ব্যক্তি গাঁজাসহ অবস্থান করছে।
খবর পেয়ে এসআই মো. নুরন্নবী হোসেনের নেতৃত্বে অভিযান চালিয়ে বিকেল ৩টার দিকে অভিযুক্ত সোহেল ও উজ্জলকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। তল্লাশিতে তাদের কাছ থেকে ১ কেজি ৫০০ গ্রাম গাঁজা জব্দ করা হয়।
পরে গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে কর্ণহার থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়। শনিবার (৫ এপ্রিল) দুপুরে তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেছে পুলিশ।
What's Your Reaction?






