রাজশাহীতে নববর্ষে শিশু একাডেমিতে উৎসবমুখর মেলা

নববর্ষ উপলক্ষে রাজশাহীতে শিশু একাডেমি প্রাঙ্গণে একদিনের বিশেষ মেলার আয়োজন করেছে জেলা প্রশাসন। মেলার সার্বিক সহযোগিতায় ছিল রাজশাহী বিসিক শিল্পনগরীর ক্ষুদ্র শিল্প উদ্যোক্তারা।
মেলায় বিভিন্ন ধরনের হাতে তৈরি পণ্য স্থান পেয়েছে। এর মধ্যে রয়েছে থ্রি-পিস, শাড়ি, পিঠা-পায়েস, হাতে তৈরি গহনা, বেত ও পাটের সামগ্রীসহ নানা ধরনের হস্তশিল্প। কারা শিল্প থেকে আসা একটি স্টলেও ছিল মেলায়, যেখানে কারাগারের অভ্যন্তরে বন্দিদের তৈরি মানসম্পন্ন পণ্য প্রদর্শন ও বিক্রি করা হয়। কারা ফটকের সামনেও এসব পণ্য বিক্রি হচ্ছে নিয়মিত।
মেলার প্রধান আকর্ষণ ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান। নারী, পুরুষ, শিশু ও বয়স্কসহ সকল বয়সের মানুষ মেলায় অংশ নেন। অনেকে নিজের পছন্দমতো পণ্য কিনে অনুষ্ঠান উপভোগ করেছেন। মেলা ছিল সবার জন্য উন্মুক্ত।
মেলাস্থলে নিরাপত্তার দায়িত্বে ছিলেন পুলিশ সদস্যরা। তাদের তত্ত্বাবধানে মেলা চলেছে নিরাপদ ও সুশৃঙ্খল পরিবেশে।
What's Your Reaction?






