রাজশাহীতে ফ্রিল্যান্সারের বাসায় হামলা, চাঁদা দাবি ও তরুণীকে ধর্ষণচেষ্টা

মো: গোলাম কিবরিয়া , জেলা প্রতিনিধি, রাজশাহী
Mar 18, 2025 - 00:24
 0  3
রাজশাহীতে ফ্রিল্যান্সারের বাসায় হামলা, চাঁদা দাবি ও তরুণীকে ধর্ষণচেষ্টা

রাজশাহী মহানগরের শাহমখদুম থানাধীন বড়বনগ্রাম এলাকায় এক ফ্রিল্যান্সারের বাসায় ঢুকে সশস্ত্র হামলা, চাঁদা দাবি এবং এক তরুণীকে ধর্ষণের চেষ্টা চালিয়েছে চার বখাটে। পরে ভুক্তভোগীরা ৯৯৯ নম্বরে ফোন করে পুলিশের সহায়তা চাইলে রাতেই অভিযান চালিয়ে অভিযুক্তদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন নগরীর বনগ্রাম রায়পাড়া এলাকার হাবিবুর রহমানের ছেলে সাজ্জাদুর রহমান (২৫), বাবর আলীর ছেলে হাসানুর রহমান রাব্বি (২৫), ভাড়ালিপাড়া এলাকার মোতালেবের ছেলে রাকিব হাসান (২৮) এবং বোয়ালিয়া থানা এলাকার কুমারপাড়া মহল্লার হাবিবুর রহমান আল বাশারের ছেলে সানি রহমান (৩০)।

জানা গেছে, গোপালগঞ্জ জেলার বাসিন্দা উত্তম বাড়ৈ বর্তমানে রাজশাহীর বড়বনগ্রাম রায়পাড়া এলাকায় ভাড়া বাসায় থাকেন এবং সেখান থেকে ফ্রিল্যান্সিংয়ের কাজ করেন। গত ১৬ মার্চ বিকেল সাড়ে ৪টার দিকে জরুরি প্রয়োজনে তার এক বান্ধবী দেখা করতে গেলে কিছুক্ষণ পরই অভিযুক্তরা দেশীয় অস্ত্রসহ তার বাসায় প্রবেশ করে।

হামলাকারীরা প্রথমে তাদের মোবাইল ফোন ও টাকা ছিনিয়ে নেয় এবং পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করে। টাকা দিতে অস্বীকৃতি জানালে তারা ভুক্তভোগীদের মারধর করে এবং বাসার বিভিন্ন আসবাবপত্র ভাঙচুর চালায়।

এছাড়া, অভিযুক্তরা তরুণীর ব্যক্তিগত ছবি ও ভিডিও ধারণ করে এবং তা সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দেয়। অভিযোগ রয়েছে, তারা ওই তরুণীকে শারীরিক সম্পর্কের কুপ্রস্তাব দেয়। রাজি না হওয়ায় তাকে মারধর করে এবং ধর্ষণের চেষ্টা চালায়।

উত্তম বাড়ৈ কৌশলে তার সহকর্মীর মাধ্যমে ৯৯৯-এ ফোন করলে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ভুক্তভোগীদের উদ্ধার করে। অভিযুক্তরা পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে এবং আলামত নষ্ট করার চেষ্টা করে।

পরে শাহমখদুম থানা পুলিশ রাতে অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করে। এ সময় তাদের কাছ থেকে একটি খেলনা পিস্তল, একটি চাকু, ভুক্তভোগীদের ছিনিয়ে নেওয়া মোবাইল ফোন, ক্যামেরা ও স্টাম্পসহ বিভিন্ন আলামত উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে শাহমখদুম থানায় মামলা দায়ের করা হয়েছে এবং বিজ্ঞ আদালতের মাধ্যমে তাদের জেলহাজতে পাঠানো হয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow