রাজশাহীতে মোটরসাইকেল চোর গ্রেফতার

রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা থানা এলাকায় এক মোটরসাইকেল চোরকে গ্রেফতার করেছে পুলিশ, স্থানীয় জনতার সহায়তায়। এসময় চুরি হওয়া মোটরসাইকেলটি উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত আসামি মো: জনি (৩২) রাজশাহী মহানগরীর বোয়ালিয়া মডেল থানার জিন্নানগর এলাকার মো: তসলিমের ছেলে।
এ ঘটনার বিস্তারিত জানিয়ে পুলিশ সূত্রে জানা যায়, গত ২৪ মার্চ ২০২৫ রাত ১১টার দিকে কাশিয়াডাঙ্গা থানার হড়গ্রাম মুন্সিপাড়ার একটি দোকানের সামনে মোটরসাইকেল রেখে ভেতরে যান একজন ব্যক্তি। কিছুক্ষণ পর, সিসি ক্যামেরায় দেখতে পান তার মোটরসাইকেল চুরি হয়ে যাচ্ছে। তখন তিনি চিৎকার করে "চোর, চোর" বলে ডাকতে থাকেন এবং চোরকে তাড়া করেন। তার চিৎকারে স্থানীয় জনতা এসে চোর জনিকে মোটরসাইকেলসহ আটক করে, তবে তার সহযোগী পালিয়ে যায়। খবর পেয়ে কাশিয়াডাঙ্গা থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মোটরসাইকেল উদ্ধারসহ জনিকে গ্রেফতার করে।
এ ঘটনায় গ্রেফতারকৃত আসামি মো: জনি এবং তার সহযোগীদের বিরুদ্ধে কাশিয়াডাঙ্গা থানায় মামলা রুজু করা হয়েছে। গ্রেফতারকৃত আসামিকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
What's Your Reaction?






