রাজশাহীতে যাত্রা শুরু করল 'প্লে ল্যান্ড'

মো: গোলাম কিবরিয়া , জেলা প্রতিনিধি, রাজশাহী
Apr 3, 2025 - 20:39
 0  3
রাজশাহীতে যাত্রা শুরু করল 'প্লে ল্যান্ড'

আগামী ৪ এপ্রিল ২০২৫ রাজশাহীতে শুভ উদ্বোধন হতে যাচ্ছে দেশের প্রথম মাল্টিস্পোর্ট গেম জোন ‘প্লে ল্যান্ড’। রাজশাহীবাসীর জন্য এটি এক নতুন দিগন্ত উন্মোচন করবে। নগরীর নাদের হাজির মোড়, নিউ বাইপাস রোডে স্থাপিত এই অত্যাধুনিক গেম জোন খেলাধুলা ও বিনোদনের এক অনন্য সুযোগ এনে দিচ্ছে।

একই ছাদের নিচে বিভিন্ন ধরণের খেলাধুলা ও আড্ডার এক অসাধারণ পরিবেশ নিয়ে এসেছে ‘প্লে ল্যান্ড’। ক্রীড়াপ্রেমী এবং শারীরিক কার্যকলাপে আগ্রহীদের জন্য এটি হতে যাচ্ছে এক আকর্ষণীয় গন্তব্য।

ফুটবল, ব্যাডমিন্টন, সার্কেল ক্রিকেটের পাশাপাশি ‘প্লে ল্যান্ড’ এনেছে বাংলাদেশে প্রথমবারের মতো পিকেলবলের সুযোগ! বিশ্বব্যাপী দ্রুত জনপ্রিয়তা লাভ করা এই খেলাটি এখন রাজশাহীর ক্রীড়াপ্রেমীদের জন্য সহজলভ্য। এটি নিঃসন্দেহে তরুণ প্রজন্মের মাঝে নতুন ক্রীড়া সংস্কৃতি গড়ে তুলবে।

শুধু মাঠের খেলাই নয়, ‘প্লে ল্যান্ড’-এ রয়েছে আকর্ষণীয় ইনডোর স্পোর্টস ও বোর্ড গেমসের বিশাল সংগ্রহ। উনো, চেস, ক্যারাম, লুডো, ফুসবল টেবিল, স্লিং-পাকের মতো জনপ্রিয় গেম ছাড়াও এখানে সাব-সকার ও আর্কেড বাস্কেটবলের মতো আধুনিক গেমস উপভোগ করা যাবে।

খেলার ক্লান্তি ও ক্ষুধা নিবারণের জন্য ‘প্লে ল্যান্ড’ নিয়ে এসেছে ‘ডাইস & ডাইন’ নামের বিশেষ স্ন্যাকস কর্নার। এখানে পাওয়া যাবে চা, সিঙ্গারা, ক্রিস্পি ফ্রেঞ্চ ফ্রাইসহ নানা মুখরোচক খাবার ও ঠান্ডা পানীয়। খেলার মাঝে একটুখানি বিশ্রাম নিয়ে সুস্বাদু খাবারের স্বাদ উপভোগ করা যাবে এই কর্নারে।

নতুন এই স্পোর্টস হাবটি রাজশাহীর ক্রীড়াপ্রেমীদের জন্য এক অনন্য অভিজ্ঞতা এনে দেবে, যা শারীরিক ও মানসিক স্বাস্থ্যের জন্য ইতিবাচক ভূমিকা রাখবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow