রাজশাহীতে সরকারি খাল দখল নিয়ে সন্ত্রাসী হামলা ও লুটপাট

রাজশাহী মহানগরীর লিলি হল মোড়ে একটি সরকারি খাল জবর দখল নিতে গিয়ে দেশীয় অস্ত্র নিয়ে সন্ত্রাসী বাহিনীর হামলার ঘটনা ঘটেছে। স্থানীয়রা অভিযোগ করেছেন, ৬ এপ্রিল (রবিবার) সকাল ১০ টায় সোবহান ও তার শ্যালক সাদ্দামকে তাদের চাষ করা পুকুর থেকে সরাতে হামলা চালায় স্থানীয় আওয়ামী লীগের পোষ্য সন্ত্রাসী বাহিনী।
বিকেল ৪:৩০ মিনিটে আবারও হামলা চালিয়ে সন্ত্রাসীরা হাসুয়া, লোহার রড, পাইপ ও পিস্তলসহ আবু সাইদ, তাহাজুল, মন্টু, বাবু, মেরাজ, শরিফ, মিলন, সম্রাট ও রফিকুল নামে একদল সন্ত্রাসী পুকুর মালিকদের ওপর হামলা করে। হামলায় ৫ জন গুরুতর আহত হন এবং তাদের বাসায় প্রবেশ করে জমি বিক্রয়ের গচ্ছিত ১৬ লাখ ২০ হাজার টাকা, স্বর্ণসহ বিভিন্ন মূল্যবান জিনিস লুটপাট করা হয়। হামলাকারীরা বাসার ভাঙচুরও করে।
স্থানীয়রা জানিয়েছেন, এই সন্ত্রাসীরা একসময় রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বেন্টুর পোষ্য বাহিনী ছিল। এই বাহিনী নানা সময় জমি দখল ও অর্থ সংগ্রহের জন্য বিভিন্ন জায়গায় হামলা চালিয়েছে। গত বছর ৫ আগস্টের পর তারা আত্মগোপনে থাকলেও সম্প্রতি বিএনপি নেতাদের ছত্রছায়ায় আবারও সক্রিয় হয়ে উঠেছে।
হামলায় আহতরা হলেন শুভহান (৩৬), আসলাম (৬২), রবি (২৪), আনিকা বেগম (২৮), রাশিদা বেগম (৫০) এবং সাদ্দাম (৩৬)। তাদের মধ্যে ৪ জন বর্তমানে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
এলাকাবাসীরা জানিয়েছেন, সরকারি একটি পুকুর নিয়ে দীর্ঘদিন ধরে স্থানীয়দের মধ্যে মালিকানা নিয়ে বিরোধ চলছিল। গত তিন বছর ধরে পুকুরে মাছ চাষ করছিলেন সোবহান ও সাদ্দাম। সম্প্রতি এই পুকুর দখল করার জন্য সন্ত্রাসী বাহিনী বিভিন্ন সময়ে তাদের ওপর হামলা চালিয়ে আসছিল।
এ ব্যাপারে হামলাকারী মিজান ও বাবুর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তারা মন্তব্য করতে অস্বীকৃতি জানান। কাশিয়াডাঙ্গা থানার অফিসার ইনচার্জ জানান, হামলার ঘটনা জানার পর তারা ফোর্স পাঠিয়েছেন, তবে কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ প্রাপ্তির পর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
What's Your Reaction?






