রাজশাহীর আরডি মার্কেটে ঈদের বেচাকেনার ধুম

রাজশাহীর অন্যতম জনপ্রিয় বিপণিবিতান আরডি মার্কেটে শুরু হয়েছে ঈদের জমজমাট বেচাকেনা। ক্রেতাদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যাচ্ছে, যেখানে সবাই তাদের পছন্দের পোশাক ও অন্যান্য সামগ্রী কিনতে দোকান থেকে দোকানে ঘুরছেন।
বাজার ঘুরে ও দোকানদারদের সঙ্গে কথা বলে জানা গেছে, এবার ব্যবসা বেশ ভালো চলছে। অনেক দোকান মালিক জানিয়েছেন, অন্যান্য বছরের তুলনায় এবার বিক্রি বেশ সন্তোষজনক। রাজশাহীর আশপাশের জেলা থেকেও ক্রেতারা আসছেন তাদের ঈদের কেনাকাটা সম্পন্ন করতে।
আরডি মার্কেট ব্যবসায়ী সমিতির এক সদস্যের সঙ্গে কথা হলে তিনি জানান, মার্কেটের নিরাপত্তা ব্যবস্থা উন্নত করা হয়েছে, ফলে ক্রেতারা নির্ভয়ে কেনাকাটা করতে পারছেন। পাশাপাশি সুন্দর পরিবেশ ও সুলভ মূল্যের কারণে এই মার্কেট দিন দিন আরও জনপ্রিয় হয়ে উঠছে।
অন্য বছরের তুলনায় এবার পোশাক ও অন্যান্য সামগ্রীর দাম তুলনামূলকভাবে কম, যা ক্রেতাদের জন্য স্বস্তির খবর। ঈদের আমেজে বাজারে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। নারী-পুরুষ, ছোট-বড় সবাই মিলে পরিবারের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে আরডি মার্কেটে ভিড় জমাচ্ছেন।
ব্যবসায়ীরা জানিয়েছেন, ঈদ উপলক্ষে প্রতিদিন গভীর রাত পর্যন্ত দোকান খোলা রাখা হচ্ছে। চাঁদ রাত পর্যন্ত বেচাকেনার ধুম অব্যাহত থাকবে বলে তারা আশা প্রকাশ করেছেন।
What's Your Reaction?






