রাজশাহীর বাঘায় ধর্ষণ মামলায় গ্রেপ্তার ১, পলাতক ১

মো: গোলাম কিবরিয়া , জেলা প্রতিনিধি, রাজশাহীঃ
Mar 23, 2025 - 13:15
 0  3
রাজশাহীর বাঘায় ধর্ষণ মামলায় গ্রেপ্তার ১, পলাতক ১

রাজশাহীর বাঘা উপজেলায় দায়ের করা পৃথক দুইটি ধর্ষণ মামলায় এক যুবককে গ্রেপ্তার করেছে র‌্যাব-৫, তবে অপর আসামি এখনও পলাতক রয়েছে।

গত ১৯ মার্চ দুপুরে বাঘা পৌরসভার চকছাতারি গ্রামে চতুর্থ শ্রেণির এক শিক্ষার্থীকে টাকার লোভ দেখিয়ে ফাঁকা বাড়িতে নিয়ে গিয়ে ধর্ষণের অভিযোগ ওঠে জয় হোসেন (১৮) নামে এক তরুণের বিরুদ্ধে। সে একই গ্রামের হানিফ মিস্ত্রির ছেলে।

শিশুটির মা ঘটনাটি টের পেয়ে গেলে জয় হোসেন পালিয়ে যায়। পরে ওইদিন রাতেই শিশুটির মা নার্গিস বেগম বাদী হয়ে বাঘা থানায় মামলা দায়ের করেন। পুলিশ ভুক্তভোগী শিক্ষার্থীকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করে। বর্তমানে তার অবস্থা সংকটাপন্ন থাকায় তাকে আইসিইউতে রাখা হয়েছে বলে জানিয়েছেন শিশুটির বাবা মাজেদুল ইসলাম।

সরেজমিনে গিয়ে দেখা যায়, ভুক্তভোগী পরিবারের বসতঘরটি ছিল অর্ধনির্মিত ও ফাঁকা জায়গায় অবস্থিত। অপরদিকে, অভিযুক্ত জয় হোসেনের বাড়ি আধাপাকা হলেও তার পরিবারের সদস্যদের কাউকে পাওয়া যায়নি। তার দাদি ফরিদা জানান, মামলার পর থেকে জয় হোসেন পলাতক, এমনকি তার মা-বাবাও বাড়ি ছেড়ে গেছেন।

এদিকে, আরেকটি মামলায় গৃহবধূকে ধর্ষণের অভিযোগে তুষার হোসেন (২২) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। তুষার উপজেলার হাবাসপুর গ্রামের মুক্তার হোসেনের ছেলে।

ভুক্তভোগী গৃহবধূর স্বামী সুজন আলী জানান, কাজের সুবাদে তিনি শরীয়তপুরে অবস্থান করছিলেন। এ সুযোগে গত ১৪ মার্চ তার স্ত্রীকে বাড়িতে একা পেয়ে ভয় দেখিয়ে ধর্ষণ করে প্রতিবেশী তুষার হোসেন। পরে স্ত্রী ঘটনা জানালে ১৬ মার্চ থানায় মামলা করা হয়। বর্তমানে ওই গৃহবধূ বাবার বাড়িতে অবস্থান করছেন।

বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) আ.ফ.ম আছাদুজ্জামান জানিয়েছেন, গ্রেপ্তার হওয়া তুষার হোসেনকে আইনি প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হয়েছে। অন্যদিকে, শিশু শিক্ষার্থী ধর্ষণ মামলার পলাতক আসামি জয় হোসেনকে গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow