রাজস্ব আদায়ে নজির গড়েছে চৌমুহনী বিক্রয় ও বিতরণ বিভাগ

বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো) বিক্রয় ও বিতরণ বিভাগ চৌমুহনী কার্যালয় রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা সফলভাবে অর্জন করেছে। পাশাপাশি গ্রাহকদের সেবা নিশ্চিত করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে সংস্থাটি। ফলে বিদ্যুৎ ব্যবহারের মাধ্যমে আর্থসামাজিক উন্নয়নের সুযোগও সৃষ্টি হয়েছে।
বিউবো সূত্রে জানা গেছে, ২০২৩-২৪ অর্থবছরে রাজস্ব আদায়ে উল্লেখযোগ্য সাফল্য এসেছে। গত বছরের জুন ও জুলাই মাসে ছয়টি ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে বকেয়াধারী ও অবৈধ বিদ্যুৎ ব্যবহারকারীদের বিরুদ্ধে ৪২টি মামলা করা হয়। এরপর আগস্ট থেকে চলতি বছরের মধ্যে আরও পাঁচটি ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয় এবং ৪৬টি মামলা দায়ের করা হয়। এসব মামলার বিপরীতে প্রায় ৯২ লাখ টাকা রাজস্ব আদায় করা হয়েছে।
রাজস্ব আদায়ের পরিসংখ্যান অনুযায়ী, গত বছরের জুলাই মাসে ৭ কোটি ৮২ লাখ ৫৪ হাজার ৮৪৭ টাকা, অক্টোবর মাসে ৯ কোটি ২৩ লাখ ৩৪ হাজার ২১৩ টাকা এবং নভেম্বর মাসে ১১ কোটি ৩৩ হাজার ১৮৭ টাকা আদায় করা হয়। চলতি বছরের জানুয়ারিতে আদায় করা হয় ৭ কোটি ৮১ লাখ ৩ হাজার ২১১ টাকা।
বিউবো চৌমুহনী কার্যালয়ের তথ্য বিশ্লেষণে দেখা গেছে, পূর্ববর্তী সময়ের তুলনায় রাজস্ব আদায় উল্লেখযোগ্য হারে বেড়েছে। তবে, স্বার্থান্বেষী মহল এসব সাফল্যের মাঝে বিভ্রান্তি সৃষ্টি করতে ভিত্তিহীন অভিযোগ তুলেছে। কর্মকর্তাদের বিরুদ্ধে অপপ্রচার চালানোর অভিযোগও উঠেছে।
সূত্র মতে, খুঁটি স্থানান্তর প্রক্রিয়া সড়ক বিভাগের নির্দেশনা ও অর্থায়নে সম্পন্ন করা হচ্ছে। ৩৩/১১/০.৪ কেভি লাইনের কাজ বিউবোর নির্ধারিত নকশা ও এলাইমেন্ট অনুযায়ী করা হয়, যেখানে ইচ্ছাকৃত পরিবর্তনের সুযোগ নেই।
বিউবো বিক্রয় ও বিতরণ বিভাগ চৌমুহনীর নির্বাহী প্রকৌশলী মো. শাহাদাত ইসলাম বলেন, "২০২৪-২৫ অর্থবছরের এখনও ২-৩ মাস বাকী থাকলেও আমরা লক্ষ্যমাত্রা পূরণ করেছি। বন্যার সময়ও কাজ চালিয়ে লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব হয়েছে। ব্যক্তিস্বার্থে কিছু মহল আমাদের উপ-সহকারী প্রকৌশলী নাজমুন হাসান নিপুনের বিরুদ্ধে অপপ্রচার চালিয়েছে, যা ভিত্তিহীন এবং উদ্দেশ্যপ্রণোদিত।"
What's Your Reaction?






