রাণীনগরে ইউপি চেয়ারম্যানসহ যুবদলের তিন নেতা পেলেন তারেক রহমানের ঈদ উপহার

নওগাঁর রাণীনগরে আওয়ামী লীগ সরকারের আমলে হামলা ও নির্যাতনের শিকার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ যুবদলের তিন নেতাকে তারেক রহমানের পক্ষ থেকে ঈদ উপহার সামগ্রী ও আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। শনিবার বিকেলে রাণীনগর দলীয় কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে এই তিনজনকে ঈদ উপহার ও আর্থিক সহায়তা প্রদান করা হয়। এ সময় নওগাঁ জেলা যুবদলের আহ্বায়ক মাসুদ হায়দার টিপু, সিনিয়র যুগ্ম আহ্বায়ক একেএম রওশন-উল ইসলাম রওশন, সদস্য সচিব রুহুল আমিন মুক্তার, যুগ্ম আহ্বায়ক মুক্তাদির আহম্মেদ নিপু ও রুবেল হোসেন এবং রাণীনগর উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মোজাক্কির হোসেন ও যুগ্ম আহ্বায়ক ফরহাদ হোসেন মন্ডলসহ বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত ২০২৩ সালের ১২ নভেম্বর পারইল ইউনিয়ন পরিষদে বসে অফিসের কাজকর্ম করছিলেন চেয়ারম্যান জাহিদুর রহমান জাহিদ। এ সময় তিনটি মোটরসাইকেল যোগে হেলমেট বাহিনীর লোকজন এসে অফিস কক্ষেই ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে রক্তাক্ত জখম করে পালিয়ে যায়।
যুবদল নেতা আনোয়ার হোসেন জানান, তিনি গত ২০২৩ সালের ২ সেপ্টেম্বর সন্ধ্যায় আবাদপুকুর থেকে মোটরসাইকেল যোগে নিজ বাড়ী ফিরছিলেন। এ সময় আবাদপুকুর-রাণীনগর রাস্তার আমগ্রামের মোড়ে পৌছলে হেলমেট বাহিনীর ১৫/২০জন তার উপর হামলা চালিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর যখম করে পালিয়ে যায়।
এছাড়া যুবদল নেতা আবু রায়হান গত ২৩ অক্টোবর রাত ৮টা নাগাদ বাড়ী ফেরার সময় উপজেলার বড়গাছা মালশন রাস্তার মাঝখানে হেলমেট বাহিনীর লোকজন পথরোধ করে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে যখম করে।
হামলার শিকার এই তিন নেতা জানান, সে সময় আওয়ামী লীগ সরকারের অপকর্মের বিরুদ্ধে স্পষ্ট অবস্থান নেয়ায় তারা এই ন্যাক্কারজনক হামলা ও মামলার শিকার হন।
What's Your Reaction?






