রাণীনগরে কৃষক-কৃষাণী ও উদ্যোক্তাদের প্রশিক্ষণ সম্পন্ন

কাজী আনিছুর রহমান, রাণীনগর প্রতিনিধি, নওগাঁঃ
Apr 28, 2025 - 20:12
 0  2
রাণীনগরে কৃষক-কৃষাণী ও উদ্যোক্তাদের প্রশিক্ষণ সম্পন্ন

নওগাঁর রাণীনগরে কৃষক-কৃষাণী ও উদ্যোক্তাদের জন্য দুইদিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শেষ হয়েছে। উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত এই প্রশিক্ষণ সোমবার (২৮ এপ্রিল) শেষ হয়।

২০২৪-২৫ অর্থবছরে প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনরশিপ অ্যান্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) প্রকল্পের আওতায় “কৃষক জিএপি সার্টিফিকেশন” বিষয়ে দিনব্যাপী এই প্রশিক্ষণের আয়োজন করে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।

প্রশিক্ষণে উপজেলার আটটি ইউনিয়নের ১২৫ জন কৃষক-কৃষাণী ও উদ্যোক্তা অংশগ্রহণ করেন।
সমাপনী দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণ প্রদান ও সনদপত্র বিতরণ করেন পার্টনার প্রকল্পের রাজশাহী অঞ্চলের সিনিয়র মনিটরিং অফিসার মো. আব্দুল লতিফ। এ সময় উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা জাহিদুল ইসলাম ও সরোয়ারদি হোসেন উপস্থিত ছিলেন।

প্রশিক্ষণে জমিতে কীটনাশক স্প্রে করার নিয়ম, পানি ও মাটি পরীক্ষা করার প্রয়োজনীয়তা, নিরাপদ খাদ্য উৎপাদনসহ কৃষির বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হয়। প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীদের হাতে সনদপত্র তুলে দেওয়া হয়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow