রাণীনগরে খামার থেকে গরু চুরি

রাণীনগর(নওগাঁ)প্রতিনিধি
Jan 11, 2025 - 19:30
 0  18
রাণীনগরে খামার থেকে গরু চুরি

নওগাঁর রাণীনগরে খামার থেকে তিনটি গরু চুরির ঘটনা ঘটেছে। শুক্রবার গভীর রাতে উপজেলার কুজাইল পূর্ব গ্রামের মোয়াজ্জেম হোসেনের খামার থেকে এই চুরির ঘটনা ঘটে। মোয়াজ্জেম হোসেন ওই গ্রামের মৃত ওমর আলীর ছেলে। এঘটনায় রাণীনগর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন তিনি। 

খামারের মালিক মোয়াজ্জেম হোসেন বলেন, উপজেলার কুজাইল বাজারের পার্শ্বে ধান-চালের চাতাল ব্যবসার পাশাপাশি ওই চাতালের পার্শ্বেই প্রায় ১৭টি গরুর একটি খামার গড়ে তুলেছেন। চাতাল ও খামার দেখা শোনা করেন তার ছেলে ওবাইদুর রহমান (২৭)। শুক্রবার রাত অনুমান তিনটা নাগাদ ছেলে মোবাইল ফোনে তাকে জানান,ঘরের বাহির থেকে ছিকল আটকানো রয়েছে এমন খবর পেয়ে তিনি বাড়ি থেকে চাতালে গিয়ে ছিকল খুলে দেন। পরে খামারে গিয়ে দেখতে পান ১৭টি গরুর মধ্যে তিনটি গরু চুরি করে নিয়ে গেছে চোরেরা। যার আনুমানিক মূল্য পাঁচ লক্ষাধীক টাকা হবে। এঘটনায় থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন বলে জানান মোয়াজ্জেম হোসেন।

রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিকুল ইসলাম বলেন,খামার থেকে গরু চুরির বিষয়টি ক্ষতিয়ে দেখা হচ্ছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow