রাণীনগরে দরিদ্রদের মাঝে ঈদ উপহার বিতরণ

নওগাঁর রাণীনগরে গরিব, অসহায় ও দুস্থদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। বুধবার সন্ধ্যায় উপজেলার লোহাচুড়া স্কুল মাঠে এ উপহার বিতরণ অনুষ্ঠিত হয়। এতে শতাধিক ব্যক্তির মধ্যে সেমাই, চিনি, দুধ, চাল ও তেল বিতরণ করা হয়।
লোহাচুড়া বেকার যুব সমবায় সমিতি লিমিটেডের আয়োজনে এ বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমিতির সভাপতি জুনায়েদ রহমান চন্দন। এতে প্রধান অতিথি ছিলেন রাণীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিবুল হাসান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শেখ নওশাদ হাসান, উপজেলা সমবায় কর্মকর্তা জাফরুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নজরুল ইসলাম, রাণীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপসহকারী মেডিকেল অফিসার মো. আগাইন সানিয়াত রানা এবং রাণীনগর প্রেসক্লাবের সভাপতি অধ্যক্ষ হারুনুর রশিদ প্রমুখ।
অনুষ্ঠান শেষে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
What's Your Reaction?






