রাণীনগরে পৃথক অগ্নিকাণ্ডে ১৪ লাখ টাকার ক্ষতি, নিহত তিন গরু

নওগাঁর রাণীনগরে পৃথক দুটি অগ্নিকাণ্ডে নগদ টাকা, গৃহস্থালি সামগ্রী ও গবাদিপশুসহ প্রায় ১৪ লাখ টাকার ক্ষতি হয়েছে। মঙ্গলবার (১৮ মার্চ) গভীর রাতে উপজেলার ত্রিমোহনী বাজার এলাকায় এবং বুধবার (১৯ মার্চ) দুপুরে পশ্চিম বালুভরা গ্রামে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনে তিনটি গরু দগ্ধ হয়ে মারা গেছে।
মঙ্গলবার গভীর রাতে ত্রিমোহনী বাজার এলাকায় দুলাল মণ্ডলের ছেলে হাসুমিয়া মণ্ডলের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরিবারের সদস্যরা জানান, রাতের কোনো এক সময় আগুন লাগে এবং মুহূর্তের মধ্যে তা পুরো বাড়িতে ছড়িয়ে পড়ে। হাসুমিয়ার বোন সাথী আক্তার জানান, তার মা প্রথম আগুন দেখতে পান এবং চিৎকার দিলে স্থানীয়রা ছুটে আসেন। পরে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হলে তারা এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
এই অগ্নিকাণ্ডে নগদ এক লাখ টাকা, টেলিভিশন, ফ্রিজ, চাল, ডাল, ধানসহ তিনটি কক্ষের সব আসবাবপত্র ও মালামাল পুড়ে যায়। প্রায় চার লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত পরিবার। আগুনের সূত্রপাত সম্পর্কে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। তবে কেউ শত্রুতাবশত আগুন ধরিয়ে দিতে পারে বলে সন্দেহ করছেন ভুক্তভোগীরা।
অন্যদিকে, বুধবার দুপুরে উপজেলার পশ্চিম বালুভরা গ্রামে সোহরাব হোসেনের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। রাণীনগর ফায়ার সার্ভিসের স্টেশন লিডার দেলোয়ার হোসেন জানান, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এই অগ্নিকাণ্ডে গোয়ালঘরে থাকা তিনটি গরু দগ্ধ হয়ে মারা যায়। এছাড়া বাড়ির বিভিন্ন মালামালও পুড়ে যায়। প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজ মো. রায়হান জানান, খবর পেয়ে রাতেই ত্রিমোহনী বাজারের ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের পক্ষ থেকে একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। তবে আগুন লাগার কারণ সম্পর্কে স্পষ্ট কোনো উল্লেখ করা হয়নি। এছাড়া পশ্চিম বালুভরা গ্রামের ঘটনায় তদন্তের জন্য পুলিশ পাঠানো হয়েছে।
What's Your Reaction?






