রাণীনগরে বিস্ফোরক মামলায় ইউনিয়ন আওয়ামী লীগ নেতাসহ গ্রেফতার ২

কাজী আনিছুর রহমান, রাণীনগর প্রতিনিধি, নওগাঁঃ
Apr 11, 2025 - 18:01
 0  70
রাণীনগরে বিস্ফোরক মামলায় ইউনিয়ন আওয়ামী লীগ নেতাসহ গ্রেফতার ২

নওগাঁর রাণীনগরে বিস্ফোরক আইনে দায়েরকৃত মামলায় ইউনিয়ন আওয়ামী লীগের দুই নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১০ এপ্রিল) রাতে পৃথক পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। শুক্রবার (১১ এপ্রিল) দুপুরে গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজ মো. রায়হান জানান, গত বছরের ২৬ আগস্ট উপজেলার বিএনপির দলীয় কার্যালয়ে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনায় রাণীনগর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোসারব হোসেন বাদী হয়ে একটি মামলা দায়ের করেন।

মামলার তদন্ত চলাকালে ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে মিরাট ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও আতাইকুলা গ্রামের ওসমান আলীর ছেলে মকলেছুর রহমান (৬২) এবং কাশিমপুর ইউনিয়ন আওয়ামী লীগের প্রচার সম্পাদক ও মঙ্গলপাড়া গ্রামের আনোয়ার প্রামাণিকের ছেলে সাদিকুল ইসলাম নয়ন (৪১) কে চিহ্নিত করে পুলিশ।

এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার রাতে বিশেষ অভিযান চালিয়ে দুই নেতাকে নিজ নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়।

ওসি হাফিজ মো. রায়হান আরও জানান, গ্রেফতারকৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে শুক্রবার আদালতে পাঠানো হয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow