রাণীনগরে মাদক কারবারী দুই সহদর গ্রেফতার

নওগাঁর রাণীনগর থানাপুলিশ সোমবার রাতে মাদক মামলার পলাতক দুই সহদরকে গ্রেফতার করেছে। উপজেলার দূর্গাপুর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতার দুইজনকে মঙ্গলবার আদালতে প্রেরণ করা হয়েছে।
রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজ মো: রায়হান জানান, সোমবার রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে আদালতের পরোয়ানায় মাদক মামলার পলাতক আসামী সহদর মানিক হোসেন (৪১) ও সুমন হোসেন (৪২) কে গ্রেফতার করা হয়। তারা দুজনই উপজেলার দূর্গাপুর গ্রামের সাহাদাত আলীর ছেলে।
গ্রেফতার হওয়া দুই আসামীকে মঙ্গলবার আদালতে প্রেরণ করা হয়েছে।
What's Your Reaction?






