রাণীনগরে রিক্সা ও ভ্যান শ্রমিকদের মাঝে ঈদ উপহার ও ইফতার মাহফিল

কাজী আনিছুর রহমান, রাণীনগর প্রতিনিধি, নওগাঁঃ
Mar 24, 2025 - 19:31
 0  13
রাণীনগরে রিক্সা ও ভ্যান শ্রমিকদের মাঝে ঈদ উপহার ও ইফতার মাহফিল

নওগাঁর রাণীনগরে রিক্সা ও ভ্যান শ্রমিকদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে উপজেলা সদরের উচ্চ বালিকা বিদ্যালয় মাঠে ৩০০ জন শ্রমিককে আনুষ্ঠানিকভাবে এই উপহার সামগ্রী প্রদান করা হয়।

রিক্সা ও ভ্যান শ্রমিক ইউনিয়নের আয়োজনে অনুষ্ঠিত এ কর্মসূচিতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ফিরোজ এ আলম। পূবালী ব্যাংক পিএলসির সিনিয়র কর্মকর্তা (অবসরপ্রাপ্ত) আব্দুল মান্নান এর সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিবুল হাসান।

অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের সদস্য অধ্যাপক ড. জিয়াউল হক। এছাড়াও উপস্থিত ছিলেন শ্রমিক ইউনিয়নের উপদেষ্টা মোস্তফা ইবনে আব্বাস ও উচ্চ বালিকা বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মনোয়ার হোসেন তোতা প্রমুখ।

ঈদ উপলক্ষে শ্রমিকদের মাঝে উপহার বিতরণ এবং ইফতার আয়োজন করায় উপস্থিত অতিথিরা আয়োজকদের ধন্যবাদ জানান। তারা বলেন, শ্রমিকদের কল্যাণে এমন উদ্যোগ মানবিকতার দৃষ্টান্ত হয়ে থাকবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow