রাণীনগরে সাংবাদিকদের সাথে থানা পুলিশের মতবিনিময় সভা

কাজী আনিছুর রহমান, রাণীনগর প্রতিনিধি, নওগাঁঃ
Apr 19, 2025 - 16:10
 0  7
রাণীনগরে সাংবাদিকদের সাথে থানা পুলিশের মতবিনিময় সভা

নওগাঁর রাণীনগর উপজেলায় কর্মরত সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভার আয়োজন করেছে রাণীনগর থানা পুলিশ। শনিবার (১৯ এপ্রিল) দুপুরে থানা চত্বরের গোলঘরে এ সভা অনুষ্ঠিত হয়।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজ মো. রায়হানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিবুল হাসান। এছাড়াও সভায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শেখ নওশাদ হাসান, ইন্সপেক্টর (তদন্ত) মসলেম উদ্দীন বসুনিয়া, রাণীনগর প্রেস ক্লাবের সভাপতি অধ্যক্ষ হারুনুর রশিদ, সম্পাদক সাহাজুল ইসলাম, উপজেলা প্রেস ক্লাবের সভাপতি আব্দুল মালেক, সম্পাদক সুকুমল কুমার প্রামাণিক, প্রেস ক্লাব রাণীনগরের সভাপতি মুরাদ চৌধুরী সেলিম ও সম্পাদক আব্দুর রউফ রিপনসহ বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিক এবং থানার অফিসার-ফোর্স।

সভায় বক্তারা রাণীনগর উপজেলাকে মাদক, সন্ত্রাস ও বাল্যবিয়ে মুক্ত একটি উন্নয়নশীল উপজেলা হিসেবে গড়ে তুলতে পুলিশ, উপজেলা প্রশাসন ও সাংবাদিকদের সমন্বিতভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। পাশাপাশি উপজেলার বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়েও বিস্তারিত আলোচনা হয়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow