রাণীনগরে সাবেক এমপির ইটভাটাসহ দুটি ভাটা গুড়িয়ে দিল প্রশাসন

কাজী আনিছুর রহমান, রাণীনগর প্রতিনিধি, নওগাঁঃ
Mar 11, 2025 - 23:09
 0  10
রাণীনগরে সাবেক এমপির ইটভাটাসহ দুটি ভাটা গুড়িয়ে দিল প্রশাসন

নওগাঁর রাণীনগরে অবৈধ ইটভাটার বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে। মঙ্গলবার (১১ মার্চ) দুপুরে নওগাঁ জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মনিরুজ্জামান ও আব্দুল্লাহ বিন জিয়ার নেতৃত্বে এ অভিযান চালানো হয়।

অভিযানে, নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনের সাবেক সংসদ সদস্য ও রাণীনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মো. আনোয়ার হোসেন হেলালের মালিকানাধীন মেসার্স রাহিদ এন্টারপ্রাইজসহ দুটি অবৈধ ইটভাটা গুড়িয়ে দেওয়া হয়। একই সঙ্গে দুই ইটভাটা মালিককে মোট ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মনিরুজ্জামান জানান, হাইকোর্টের নির্দেশনা মোতাবেক রাণীনগর উপজেলায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়। চকমনু ও চকাদিন এলাকায় লাইসেন্সবিহীন ইটভাটা পরিচালনা, ইট প্রস্তুত ও বিক্রয় করার অপরাধে মেসার্স রাহিদ এন্টারপ্রাইজকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া, এস্কেভেটর মেশিন দিয়ে ইটভাটার চুলি ভেঙে ধ্বংস করা হয় এবং ফায়ার সার্ভিসের মাধ্যমে আগুন নিভিয়ে কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়।

একইভাবে, উপজেলার চকাদিন এলাকায় আবু বক্কর সিদ্দিকের মালিকানাধীন মেসার্স রিফাত ব্রিকস ইটভাটাও গুড়িয়ে দেওয়া হয় এবং ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

এ সময় পরিবেশ অধিদপ্তর নওগাঁর সহকারী পরিচালক নাজমুল হোসাইন, সেনাবাহিনী, পুলিশ, ফায়ার সার্ভিস ও আনসার বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow